TRENDING:

Crime News: দশমীর সকালে হাড়হিম কাণ্ড! বুকে-পিঠে ক্ষত, অশোকনগরে রাস্তার ধারে পড়ে রক্তাক্ত তরুণীর দেহ

Last Updated:

Crime News: দশমীর সকালে অশোকনগরে হাড়হিম কাণ্ড। অশোকনগরে উদ্ধার হল তরুণীর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে যশোর রোডের ধারে। ক্ষতবিক্ষত তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। তরুণীর মাথায়, বুকে-পিঠে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিয়াউল আলাম, অশোকনগর: দশমীর সকালে অশোকনগরে হাড়হিম কাণ্ড। অশোকনগরে উদ্ধার হল তরুণীর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে যশোর রোডের ধারে। ক্ষতবিক্ষত তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। তরুণীর মাথায়, বুকে-পিঠে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ রাজ্যের দুই জেলায় হলুদ সতর্কতা! হাতে ২ঘণ্টা! ঝেপে আসছে তুমুল বৃষ্টি

ঘটনাস্থল থেকে তরুণীর মোবাইল এবং ব্যাগ উদ্ধার করা হয়েছে। তরুণীর নাম এবং পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল জানার চেষ্টা করছে পুলিশ। দশমীর সকালে স্থানীয়রা তরুণীর দেহ দেখতে পায়। তাঁর মাথার একদিক পুরো থাঁতলানো।

advertisement

পুলিশের অনুমান, তরুণীকে অন‍্য কোথাও খুন করে অশোকনগর বিটি রোডের ধারে কেউ বা কারা ফেলে দিয়ে গিয়েছে। তবে, কেন খুন বা মহিলার পরিচয় কী, তার সন্ধান চালাচ্ছে পুলিশ। দশমীর সকালের এই ঘটনা চাঞ্চল‍্য ছড়ায় এলাকায়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: দশমীর সকালে হাড়হিম কাণ্ড! বুকে-পিঠে ক্ষত, অশোকনগরে রাস্তার ধারে পড়ে রক্তাক্ত তরুণীর দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল