কল্যাণ মণ্ডল, ভাঙড়: তৃণমূল-বিজেপি বিরোধী জোট গঠনে আগ্রহী সিপিআইএম। ভাঙড়ে এসে সে কথাই স্পষ্ট করে জানালেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী। ২০২১ সালে আইএসএফের সঙ্গে জোট করার পর বাংলার মানুষ সিপিআইএমকে ছুটি করে দিয়েছে। ২০২৬ সালে জোট করলে আবার ছুটি করে দেবে। পালটা বিদ্রুপ ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার।
২০২৪ সালে লোকসভা ভোটে বামফ্রন্টের সঙ্গে জোট ভেঙে আইএসএফ ভোটের ময়দানে স্বতন্ত্র লড়াই করেছে। ২০২৬-এর বিধানসভা ভোটের দামামা বাজার আগেই বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছেন ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী।
advertisement
চিঠির উত্তর আসার আগেই সুজন চক্রবর্তীর এই মন্তব্য রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ভাঙড়ের পোলেরহাটে উত্তরবঙ্গের বন্যা বিধস্তদের জন্য ত্রাণ সংগ্রহে এসে জোট প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, ”আমরা তৃণমূল বিজেপি বিরোধী জোট করতে আগ্রহী। কিন্তু কংগ্রেস তাঁদের মত চলছে। আইএসএফ নিজেদের মত চলছে। ডায়মন্ডহারবারে প্রার্থী হবে বলে হয়নি। কংগ্রেস, আইএসএফ কী করে, সেটাও দেখা দরকার।”
সুজন চক্রবর্তীর মন্তব্য প্রসঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার তৃণমূল পর্যবেক্ষক সওকত মোল্লা বলেন, সিপিআইএম ডুবন্ত জাহাজ, আইএসএফ তরী। আইএফএস সিপিআইএম-কে কোনও সম্মান দেয়নি। জোট করলে সিপিআইএম-কে মানুষ ছুটি দিয়ে দেবে।”