পূর্ব বর্ধমান জেলার বৈকুণ্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের নান্দরা জুনিয়র হাইস্কুলের নতুন দু-টি ঘর তৈরি হয়েছে সাংসদ কোটায়। মঙ্গলবার সেই ঘর দুটির উদ্বোধন করেন বর্তমান সাংসদ কীর্তি আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীথ মালিক, বিডিও দিব্যজ্যোতি দাস ও তৃণমূল কংগ্রেসের নেতারাও। কিন্তু যার সাংসদ কোটার টাকায় এই ভবন তৈরি হয়েছে সেই প্রাক্তন সাংসদ এস এস আলুওয়ালিয়ার নাম কোথাও নেই। শুধু সাংসদ কোটায় লেখা আছে।
advertisement
আরও পড়ুন: ৫৩ বছর পরে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা, ভারতের জন্য কতটা চিন্তার?
এই নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা বলেন, ‘বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ার উদ্যোগে এই নির্মাণ কাজ হয়েছে। নামটুকু দেবার সৌজন্য তারা দেখান নি। মঞ্চে আলো করে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা।’ বর্তমান সাংসদ কীর্তি আজাদ বলেন, ‘ওই সাংসদ কোনও কাজ করেন নি। খোঁজখবর নেননি। ওঁর বকেয়া টাকা পড়ে আছে। তাই আমাকেই কাজ শেষ করতে হচ্ছে। বিজেপি কোনও কাজ করেই না।’
২০২১-২২ অর্থ বছরের কথা উল্লেখ করা হয়েছে। সেসময় সাংসদ ছিলেন বিজেপির সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে, প্রাক্তন সাংসদকে মেল করে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তা অস্বীকার করেছে বিজেপি। তাদের বক্তব্য, আমন্ত্রণের সৌজন্যটুকু তাঁরা দেখাননি। লজ্জা ঢাকতে এখন মেলের মিথ্যে গল্প ফাঁদছে।