গরিব মানুষেরও সখ-আহ্লাদ থাকে। তাঁরাও চান তাঁদের বাচ্চারাও নতুন জামা পরুক, থাকুক দুধে ভাতে। ছোটোবেলায় নিজে আর্থিক অনটনে কাটিয়েছে অমিত, তাই এবার নিজের মতো করে চেষ্টা করেছেন সেইসব দুঃস্থ মানুষের মনে হাসি ফোটানোর।
একটি দোকান, সেখানে সাজানো আছে নতুন জামা। মাত্র ৫ টাকাতেই নতুন জামা পাওয়া যাবে। চাকরির পরে বকি সময়টুকু সে ব্যয় করে নিজের দোকানে। কিন্তু কীভাবে এত কম মূল্যে জামাকাপড় বিক্রি করছেন তিনি? উত্তরে অমিত বলেন, অনেক জায়গায় খুব কম দামে কাপড়ের ছিট পাওয়া যায়। সেখান থেকেই কাপড় কিনে এনে, নিজে হাতে সেলাই করে জামা তৈরি করেন। তাঁকে সাহায্য করেন স্ত্রী। অমিত সরকারের
advertisement
বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ার নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। সিভিকের দাদাগিরির সাক্ষী থেকেছে বাংলা ৷ আবার কখনও এই সিভিক ভলান্টিয়ারের দূরদর্শিতার কথাও সামনে আসে। ‘চেনম্যান’ কামরুজ্জামান সরকারের বাইক ধরে ফেলেছিলেন দুজন সিভিক ভলান্টিয়ারই। এবার অমিত সরকারও তাঁর বড় মনের পরিচয় দিলেন।