TRENDING:

Civic Volunteer: মাত্র ৫ টাকা থেকে ১৫ টাকায় মিলছে নতুন জামা, সিভিক ভলান্টিয়ার অমিতের কর্মকাণ্ডকে কুর্ণিশ

Last Updated:

ব্যারাকপুর কমিশনারেটের নিমতা থানা এলাকার সিভিক ভলান্টিয়ার অমিত সরকার। শুরু করেছেন জামাকাপড়ের ব্যবসা। নাম 'গরিব বাজার'। মাত্র ৫ টাকা থেকে ১৫ টাকার মধ্যে মিলছে নতুন জামা-কাপড়।  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যারাকপুর: ব্যারাকপুর কমিশনারেটের নিমতা থানা এলাকার সিভিক ভলান্টিয়ার অমিত সরকার। শুরু করেছেন জামাকাপড়ের ব্যবসা। নাম ‘গরিব বাজার’। মাত্র ৫ টাকা থেকে ১৫ টাকার মধ্যে মিলছে নতুন জামা-কাপড়।
মাত্র পাঁচ টাকায় হাসি ফোটাচ্ছেন সিভিক ভলান্টিয়ার 
মাত্র পাঁচ টাকায় হাসি ফোটাচ্ছেন সিভিক ভলান্টিয়ার 
advertisement

গরিব মানুষেরও সখ-আহ্লাদ থাকে। তাঁরাও চান তাঁদের বাচ্চারাও নতুন জামা পরুক, থাকুক দুধে ভাতে। ছোটোবেলায় নিজে আর্থিক অনটনে কাটিয়েছে অমিত, তাই এবার নিজের মতো করে চেষ্টা করেছেন সেইসব দুঃস্থ মানুষের মনে হাসি ফোটানোর।

একটি দোকান, সেখানে সাজানো আছে নতুন জামা। মাত্র ৫ টাকাতেই নতুন জামা পাওয়া যাবে। চাকরির পরে বকি সময়টুকু সে ব্যয় করে নিজের দোকানে। কিন্তু কীভাবে এত কম মূল্যে জামাকাপড় বিক্রি করছেন তিনি? উত্তরে অমিত বলেন, অনেক জায়গায় খুব কম দামে কাপড়ের ছিট পাওয়া যায়। সেখান থেকেই কাপড় কিনে এনে, নিজে হাতে সেলাই করে জামা তৈরি করেন। তাঁকে সাহায্য করেন স্ত্রী। অমিত সরকারের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে সিভিক ভলান্টিয়ার নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। সিভিকের দাদাগিরির সাক্ষী থেকেছে বাংলা ৷ আবার কখনও এই সিভিক ভলান্টিয়ারের দূরদর্শিতার কথাও সামনে আসে। ‘চেনম্যান’ কামরুজ্জামান সরকারের বাইক ধরে ফেলেছিলেন দুজন সিভিক ভলান্টিয়ারই। এবার অমিত সরকারও তাঁর বড় মনের পরিচয় দিলেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Civic Volunteer: মাত্র ৫ টাকা থেকে ১৫ টাকায় মিলছে নতুন জামা, সিভিক ভলান্টিয়ার অমিতের কর্মকাণ্ডকে কুর্ণিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল