এদিন পদ্ম শিবিরের কর্মী, সমর্থকরা অশোকনগর বিল্ডিং মোড় যশোর রোড অবরোধ শুরু করেন। সেই অবরোধ চলাকালীন দ্রুতগতিতে ছুটে আসে একটি চারচাকার গাড়ি। মুহূর্তের মধ্যে ওই গাড়ির উপর চড়াও হয় অবরোধকারীরা।
আরও পড়ুনঃ বর্ধমান পুরসভার অ্যাকাউন্ট থেকে ১ কোটির বেশি টাকা লোপাট! অ্যাকাউন্ট্যান্টকে গ্রেফতার করল পুলিশ
এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ সঙ্গে সঙ্গে অবরোধকারীদের সরিয়ে গাড়িটিকে বের করে দেয়। জানা যায়, ওই গাড়িতে রোগী ছিল। কিন্তু অবরোধ চলাকালীন দ্রুতগতিতে ছুটে আসার কারণে বিজেপির কর্মী, সমর্থকরা ক্ষেপে যান। শেষমেষ প্রায় ৩০ মিনিট বাদে অবরোধ ওঠে।
advertisement
উত্তরবঙ্গের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে পদ্ম সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের আক্রান্ত হওয়ার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। সেই ঘটনার প্রতিবাদে আজ অশোকনগরের বিল্ডিং মোড় যশোর রোড অবরোধ করেন বিজেপির কর্মী, সমর্থকরা। তখনই পুলিশের উপস্থিতিতে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। প্রায় আধ ঘণ্টা বাদে অবরোধ ওঠে।