TRENDING:

গ্রামের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পরল আট আটটি ট্রাক! কারণ জানলে অবাক হবেন...

Last Updated:

মূল রাস্তায় চলছিল পুলিশ ও পরিবহন দফতরের চেকিং। ধরা পড়ে যাওয়ার ভয়ে বালি বোঝাই আটটি লরি ঢুকে পড়ল পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার মাঠনসিপুর গ্রামে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: মূল রাস্তায় চলছিল পুলিশ ও পরিবহন দফতরের চেকিং। ধরা পড়ে যাওয়ার ভয়ে বালি বোঝাই আটটি লরি ঢুকে পড়ল পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার মাঠনসিপুর গ্রামে। এই নিয়ে রাতভর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। সকালে পুলিশ এলে বিক্ষোভে ফেটে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়।
ভয়ে আতঙ্কে যা করলেন গ্রামবাসী!
ভয়ে আতঙ্কে যা করলেন গ্রামবাসী!
advertisement

রবিবার রাতে মূল রাস্তায় গাড়ির চেকিং চলছিল। ভয় পেয়ে ৮ টি ওভারলোড বালি বোঝাই লরি মাঠনসিপুর গ্রামে ঢুকে পড়ে। এতে রাস্তার ক্ষতি হবে বলে সরব হন গ্রামবাসীরা। তারা পুজোর কিছু চাঁদা চাইলেও তা দেননি ওঁরা। সকালে পুলিশ এলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা।ছড়ায় গ্রামবাসীদের  অভিযোগ, রাতভর শয়ে শয়ে লরির উৎপাত চলে। বেশিরভাগ ওভারলোড গাড়ি। রাত ১০ টা থেকে ভোর অবধি এই দাপাদাপি চলে।

advertisement

গ্রামবাসীদের অভিযোগ, বেরুগ্রাম অঞ্চলের শাসক দলের এক নেতার মদতেই এই কারবারের রমরমা। তাদের আরো অভিযোগ প্রায় প্রতি রাতেই হিজলনা এলাকা ও চক্ষণজাদী এলাকা থেকে এই ওভারলোড গাড়িগুলি ছাড়ে। এতে রাস্তা বেহাল হয়ে যাচ্ছে। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, বালির বেআইনি কারবারের সঙ্গে দলের কেউ যুক্ত নেই প্রশাসনকে বলবো আইনসম্মত ভাবে যাতে বালি তোলা হয় সে ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিক।

advertisement

পূর্ব বর্ধমান জেলায় বালির বেআইনি কারবার বন্ধে তৎপর প্রশাসন। জেলার পুলিশ সুপার কামনাশিষ সেন নিজে বালির ওভারলোডিং বন্ধে অভিযান চালিয়েছেন। প্রায় প্রতিদিনই কোন না কোন থানা এলাকায় ওভারলোডিং ট্রাক আটক করা হচ্ছে। তাদের জরিমানা করা হচ্ছে। তার মাঝেই জামালপুরের এই ঘটনা সামনে এসেছে। পুলিশ জানিয়েছে ওই গাড়িগুলি ওভারলোডিং ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কেনই বা এই গাড়িগুলি ওই গ্রামে ঢুকে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ও পরিবহন দফতরের চোখকে ফাঁকি দিতেই সারারাত ধরে ওভারলোডিং ট্রাক চলে। এর ফলে রাস্তা বেহাল হয়ে পড়ছে। তাই একসঙ্গে আটটি গাড়ি ঢুকে পড়লে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গ্রামের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পরল আট আটটি ট্রাক! কারণ জানলে অবাক হবেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল