বর্ধমানের কালীবাজার মোড়ের কাছে জি টি রোডের পাশে গড়ে উঠেছে এই আটতলা বিল্ডিং। কোনও রকম অনুমোদন ছাড়াই তৈরি করা হয়েছিল আট তলা। এখন তা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে বর্ধমান পুরসভা। শহরের বাসিন্দারা বলছেন, অনুমোদন ছাড়া কীভাবে সবার চোখের সামনে গড়ে উঠল এতো বড় পরিকাঠামো! আড়ালে নয়, একেবারে জি টি রোডের গায়ে সবার চোখের সামনে গড়ে উঠেছে এই বিল্ডিং। অথচ প্রশাসন বা পুরসভা – সবার নজর এড়িয়ে গেল কীভাবে?
advertisement
আরও পড়ুন: মালদহ মেডিক্যালে হঠাৎ সিবিআই হানা, ঘর থেকেই গ্রেফতার হাসপাতালের বড় কর্তা! কে তিনি?
বেআইনিভাবে বিল্ডিং তৈরি হচ্ছে খবর পেয়ে গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে আধিকারিকদের নিয়ে ওই বিল্ডিং পরিদর্শনে গিয়েছিলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার। তখনই কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে পুরসভায় ডেকে পাঠানো হয় বাড়ির মালিককে। প্রয়োজনীয় সব নথি নিয়ে তাঁকে দেখা করতে বলা হয়েছিল।
এরপর গোটা আটতলা বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ জারি করল পুরসভা। পাশাপাশি বাড়ির মালিকের বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১৫ দিনের মধ্যে নির্মাণ ভেঙে ফেলার নোটিস দেওয়া হয়েছে ওই আটতলা বিল্ডিংয়ের মালিককে। তা মানা না হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুরসভা। সেক্ষেত্রে পুরসভা নিজেই নির্মাণ ভেঙে ফেলবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
এ বিষয়ে বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, ‘বার বার নোটিস দেওয়ার পরও ওই বাড়ির মালিক আসেননি। আমরা সব দিক খতিয়ে দেখেই নোটিস জারি করেছি।’ বাড়ির মালিক তুহিনকান্তি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আদালতের দ্বারস্থ হবেন তিনি।