TRENDING:

Bolpur Shantiniketan Station: আমূল বদলে যাবে রবি ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন স্টেশন, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর!

Last Updated:

Bolpur Shantiniketan Station: এই রাজ্যে ৩৭টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় রাখা হয়েছে। বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৫০৩ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় সংস্কার করা হবে ঐতিহ্যবাহী বোলপুর-শান্তিনিকেতন স্টেশনকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: অমৃত ভারত প্রকল্পের আওতায় সংস্কার হবে স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বোলপুর-শান্তিনিকেতন স্টেশন৷ ১৮৬০ সালে এই স্টেশনের সূচনা হয়েছিল৷ ২২ শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আগে দেশের ৫০৮টি স্টেশনের মধ্যে এই স্টেশনকেও ঢেলে সাজানো হবে, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

দেশের ২৭টি জায়গায় ৫০৮টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় সংস্কারের কাজ হবে। তার জন্য বরাদ্দ হয়েছে ২৪ হাজার ৪৭০ হাজার কোটি টাকা। এদিন ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন: বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন! অমৃতের ছোঁয়ায় যেন চেনা দায়, কী কী পরিবর্তন জেনে নিন

advertisement

এই রাজ্যে ৩৭টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় রাখা হয়েছে। বরাদ্দ করা হয়েছে ১ হাজার ৫০৩ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় সংস্কার করা হবে ঐতিহ্যবাহী বোলপুর-শান্তিনিকেতন স্টেশনকেও।

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই স্টেশন ব্যবহার করতেন। শেষবার অসুস্থ হওয়ার পর কবি এই স্টেশন থেকেই ‘প্রাণের আরাম’ শান্তিনিকেতন ছেড়ে গিয়েছিলেন। তাঁর শেষ যাত্রার রেলের বিশেষ কামরাটি এখনও স্টেশন সংলগ্ন গীতাঞ্জলি রেল সংগ্রহশালায় রাখা রয়েছে। এছাড়া জাতীর জনক মহাত্মা গান্ধি এই স্টেশন ব্যবহার করেছেন। শান্তিনিকেতনে এসে কবিগুরুর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তাঁর। এমনকি, নেতাজি সুভাষ চন্দ্র বসু এই স্টেশন দিয়ে যাতায়াত করেছেন। তিনিও শান্তিনিকেতনে এসে বিশ্বকবির সঙ্গে দেখা করেছিলেন। একই ভাবে বিপ্লবী পান্নালাল দাশগুপ্ত, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, শিল্পী রামকিঙ্কর বেইজ, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায় এই স্টেশন ব্যবহার করেছেন৷ বর্তমানে এই স্টেশন ব্যবহার করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তাই বোলপুর-শান্তিনিকেতনের স্টেশনের গুরুত্ব অনেকটাই ঐতিহাসিক৷ তাই ২২ শে শ্রাবণ কবির প্রয়াণ দিবসের আগে এই স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় সংস্কারের ঘোষণায় খুশি বীরভূমবাসী৷

advertisement

এদিন, বোলপুর স্টেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপস্থিত ছিলেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর-সহ দুই স্বাধীনতা সংগ্রামীর পরিবার৷

সুপ্রিয় ঠাকুর বলেন, ‘‘এই স্টেশনের গুরুত্ব আকাশ ছোঁয়া৷ কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রা এখান থেকে। আরও বিশিষ্টরা এই স্টেশনে পা রেখেছেন। এই স্টেশনকে সাজিয়ে তোলার ঘোষণায় আমি খুবই খুশি।’’

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইন্দ্রজিৎ রুজ

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bolpur Shantiniketan Station: আমূল বদলে যাবে রবি ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন স্টেশন, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল