উদয়পুর গ্রামের কালী পুজোর দায়িত্বে যিনি রয়েছেন বর্তমানে দিলীপ কুমার বন্দোপাধ্যায় তিনি আমাদের জানান এই পুজো আনুমানিক কত বছর আগে শুরু হয়েছিল তা কিন্তু এখনও পর্যন্ত কেউ জানেন না। তবে অনেকের বিশ্বাস এবং অনেকেই মনে করেন তারাপীঠের মা তারার মন্দির প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকে রয়েছে উদয়পুর গ্রামের এই কালী মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে তারাপীঠ মন্দিরের প্রায় ৯০% সেবায়েতরা এই পুজোর সময় যুক্ত রয়েছেন।
advertisement
আরও পড়ুন : বসেছে জমজমাট মেলা, প্রাচীন কালীপুজো উপলক্ষে পুরুলিয়ার এই এলাকায় বইছে আনন্দস্রোত
বীরভূমের তারাপীঠ মন্দির থেকে সামান্য দূরেই রয়েছে উদয়পুর গ্রাম। দ্বারকা নদীর তীরে তারাপীঠের তারা মা, মুন্ডুমালিনীতলার তারা মা, আর এই উদয়পুরে দক্ষিণা চামুন্ডা মা খুব নিকটে অবস্থান করে একটা ত্রিভুজাকৃতির ক্ষেত্র তৈরি করেছে। তারাপীঠ থেকে উদয়পুর খুব বেশিদূর নয়। খুব কাছেই। এখানেই রয়েছেন মা দক্ষিণা চামুণ্ডা কালী। মন্দিরের গর্ভগৃহে মায়ের কোনও মূর্তি নেই। রয়েছে মায়ের শীলাময়ী রূপ। ওই পাথরের শিলাতেই ধাতু দিয়ে চোখ, নাক, জিহ্বা ঠোঁট নির্মাণ করে কালী রূপ দেওয়া হয়েছে। তাই এবার বীরভূম গেলে অবশ্যই ঘুরে আসুন এই পুণ্যক্ষেত্রে।