আর সেই রাগেই বৃহস্পতিবার রাতে হঠাৎ প্রেমিকার বাড়ি ঢুকে এলোপাথাড়ি ছুরির কোপ চালায় প্রেমিক। লাল রক্তের বন্যা বয়ে যায় বাড়িতে। প্রেমিকার চিৎকারে ছুটে আসে তার বাবা-মা বোন। তবে ততক্ষণে পরিস্থিতি খারাপ বুঝে চম্পট দেয় প্রেমিক। গুরুতর জখম এবং রক্তাক্ত অবস্থায় প্রেমিকাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মহাকুমা হাসপাতালে। কিন্তু হাসপাতালে পৌঁছানর আগে রাস্তাতেই তার মৃত্যু হয়।
advertisement
আর তারপরেই সকালে ইট ভাটার পাশে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় প্রেমিকের দেহ। একতরফা ভালবাসা নাকি বিকৃত আবেগের জ্বলন্ত পরিণতি! প্রেমের নামে আরও এক মর্মান্তিক ঘটনা। প্রেমে প্রত্যাখ্যান আর তার শেষ পরিণতি একটি প্রাণহীন মেয়ের নিথর দেহ এবং প্রেমিকের ঝুলন্ত লাশ।
এই খবর জানাজানি হতেই পরিবার এবং এলাকায় নেমেছে শোকের ছায়া। তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা, সেই ঘটনার তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ।
—- সৌভিক রায়






