বীরভূমের নলহাটি শহরের নামকরণ হয়েছে নলহাটেশ্বরী মন্দিরের নামে। তাই এই মন্দিরের কথা কম বেশি অনেকেই জানেন। তবেতারই পাশে রয়েছে বহু প্রাচীন নিরিবিলি পরিবেশে একটি সুন্দর মঠ। এটি হল নলহাটির জগধারী মহানির্বান মঠ।নলহাটি রেল স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত এই মঠ। প্রাকৃতিকমনোরম পরিবেশে ঘেরাএই মঠ এবং এই মঠের মধ্যে রয়েছে একাধিক মুনি ঋষিদের সমাধি।
advertisement
আরও পড়ুন: এই মহিলাকে চেনেন? যদি আসল পরিচয় জানেন আর আয় শোনেন, নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না
১৯৪৪ সালে শ্যামসুন্দর মহারাজ নামে একসাধক এই মঠের প্রতিষ্ঠা করেন। ব্রাহ্মণী নদীর তীরে মহাশ্মশানের বুকে গড়ে উঠেছে এই মঠ। এক সময়আর্থিক সংকটের মধ্যে গড়ে উঠলেও বর্তমানেআশ্রমটির পরিবেশ গড়ে তোলা হয়েছে ভক্তদের উপযোগী করে। শ্যামসুন্দর মহারাজের আরধ্যা দেবতা ভগবান শ্রী শ্রী নিত্যগোপাল দেবের পুজার্চনা হয় এই আশ্রম বা মঠটিতে।
আরও পড়ুন: সাংবাদিকের সঙ্গে এ কী অবস্থা! পরকীয়ায় জড়িয়েছেন! বিয়ে ভাঙছে লিও মেসির?
এই মঠের মধ্যে রয়েছে একটি পুরানো গ্রন্থাগার, দাতব্য চিকিৎসালয় এবং একটি কোচিং সেন্টার। প্রত্যেক বছরের মতএই বছর শ্যাম সুন্দর মহারাজের জন্মদিন উপলক্ষে ২১ ফেব্রুয়ারি থেকে তিন দিন ধরে চলবে বিশেষ অনুষ্ঠান।
—- সৌভিক রায়