এমনিতেই নানা ধরণের মাছের জন্য বেশ বিখ্যাত পূর্ব মেদিনীপুরের এই শহর। শুক্রবার সাতসকালে সেখানেই মৎসজীবীদের জালে উঠল দুই টনের চিল শংকর মাছ। এত বড় আকারের মাছ দেখতে ভিড় জমান পর্যটকরা। কার্যত হুড়োহুড়ি পড়ে যায় মৎস নিলাম কেন্দ্রে।
আরও পড়ুনঃ সরকারি জায়গা দখল করে মাছের ভেড়ি! রাজ্যের ‘এই’ জেলায় যা হল… সমস্যায় কয়েকশো মানুষ!
advertisement
জানা যাচ্ছে, এদিন সকালে এক মৎসজীবীর জালে বৃহদাকার চিল শংকর মাছটি ধরা পড়ে। এরপর সেটি বিক্রির জন্য মৎস নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানেই এই ‘জায়ান্ট’ মাছটি নিলাম করা হয়।
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও দিঘায় মৎসজীবীদের জালে বিশালাকার বিভিন্ন মাছ ধরা পড়েছে। সেগুলি দেখতে ভিড়ও জমিয়েছেন পর্যটকরা। এদিক সকালে যেমন দুই টনের চিল শংকর মাছ দেখতে কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। শেষে মৎস নিলাম কেন্দ্রে মাছটির নিলাম হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 12:09 PM IST