পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় পিকনিক স্পট রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা নদনদী ও সমুদ্র দ্বারা বেষ্টিত। ফলে প্রতিটি পিকনিক স্পটে পিকনিক করতে আসা সাধারণ মানুষের জনসমাগম হয় প্রচুর। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তমলুক রূপনারায়ণ নদের তীরে অবস্থিত। শীতের সময় তাম্রলিপ্ত পৌরসভার অন্তর্গত রূপনারায়ণ নদের তীরে পিকনিক করতে বহু মানুষের সমাগম হয়। এবার পিকনিক করতে আসা মানুষজনদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় নজর দিল পৌর প্রশাসন।
advertisement
আরও পড়ুন- এই ‘ফল’ আর ‘জল’ কখনওই নিয়ে উঠতে পারবেন না প্লেনে! কেন বলুন তো? আসল কারণ ক’জন জানেন?
রূপনারায়ণ নদের তীরে পিকনিক নিয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, পিকনিক করতে আসা মানুষজনদের সুবিধার্থে পৌরসভা একাধিক ব্যবস্থা নিয়েছে। যেমন পানীয় জল, শৌচাগার, বৈদ্যুতিক আলো ব্যবস্থা নেওয়া হয়েছে রূপনারায়ন নদের তীরে। এর পাশাপাশি শীতের ছুটির দিন এবং শনি রবিবার পিকনিকে আসা মানুষজনদের নিরাপত্তা জন্য পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও পৌরসভা থেকে যত্রতত্র খাবারের প্লেট ও নোংরা আবর্জনা ফেলানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
শীতের দিনে নদী পাড়ে পিকনিক অত্যন্ত জনপ্রিয়। এবার রূপনারায়ণ নদীর পাড়ে পাড়ে পিকনিক করতে মানুষজনদের জন্য একাধিক ব্যবস্থার পাশাপাশি নিয়ম জারি করল পৌরসভা। নদী পাড়ে এসে সুষ্ঠুভাবে যাতে সাধারণ মানুষ পিকনিক করতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে পৌরসভা থেকে জানা যায়। পৌরসভা একদিকে যেমন সুষ্ঠুভাবে পিকনিকের ব্যবস্থা করেন পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়ে ও নজর দিয়েছে।
সৈকত শী