TRENDING:

Bankura Tourism: লাগবে না ভিসা, নেই পকেট খালি হওয়ারও ভয়! গরমের ছুটিতে নিউজিল্যান্ড ঘোরার স্বাদ পেয়ে যান ঘরের কাছেই এই জায়গায়

Last Updated:

ঝাড়খণ্ড লাগোয়া সবুজ জনপদ ঝিলিমিলি। বিরাট বিরাট সব শাল, শিমূল, মহুয়া গাছে ছাওয়া ঝিলিমিলির প্রকৃতি আপনাকে শান্তি দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: পিকনিকের মরসুম শেষ হয়েছে অনেকদিন। বসন্তও চলে গেছে। এখন গ্রীষ্মকাল। গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবেন এই গরমে সেটা বুঝতে পারছেন না? জঙ্গল বেষ্টিত একটা ড্যাম। সম্ভবত বাঁকুড়ার সবচেয়ে সুন্দর ড্যাম। নৌকোয় করে ঘুরলে তো ভুলেই যাবেন কোথায় পৌঁছে গেছেন। মুকুটমনিপুর ভাবলে ভুল করছেন। ফাঁকায় ফাঁকায় যদি অ্যাডভেঞ্চার সারতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বাঁকুড়ার এই ড্যামে। মানুষের ভিড় নেই বললেই চলে।
advertisement

দক্ষিণ বাঁকুড়ার একেবারে শেষ প্রান্ত। ঝাড়খণ্ড লাগোয়া সবুজ জনপদ ঝিলিমিলি। বিরাট বিরাট সব শাল, শিমূল, মহুয়া গাছে ছাওয়া ঝিলিমিলির প্রকৃতি আপনাকে শান্তি দেয়। গ্রীষ্মেও যেন ঝিলিমিলির বাতাস মিষ্টি। আর একটু মেঘ করলে তো কথাই নেই। বাঁকুড়া শহর থেকে ঝিলিমিলির দূরত্ব ৭০ কিলোমিটার, মুকুটমণিপুর থেকে ৪৫ কিলোমিটার। ঝিলিমিলি থেকে সোজা চলে আসতে হবে, রাইতারা গ্রাম। সেই গ্রামের পাশেই রয়েছে বিশাল একটি জঙ্গল বেষ্টিত জলাধার, নাম তালবেড়িয়া।

advertisement

আরও পড়ুন: দেখতে সরু সরু নৌকা! কাজে জবরদস্ত! এসব দিয়েই রক্ষ্ম মাটিতে সোনার ফসল ফলাচ্ছেন বাঁকুড়ার চাষিরা

ঝিলিমিলি থেকে এসে তালবেড়িয়া ড্যামের উপর দাঁড়ালে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির ক্যানভাসটি এতটাই বড় যে আপনার ক্যামেরাতে বন্দি করতে একটু বেগ পেতে হবে। মাঝখানে নীল জলরাশি, পরিষ্কার আকাশের ঝকঝকে রোদ যখন প্রতিফলন হচ্ছে তখন মনে হচ্ছে পৌঁছে গেছেন নিউজিল্যান্ডের কোন এক নাম না জানা জায়গায়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বাঁকুড়া শহর থেকে ঝিলিমিলি চলে আসা যায় সহজেই। ঝাড়গ্রাম থেকে বিনপুর, শিলদা, বেলপাহাড়ি হয়ে পৌঁছে যাওয়া যায় ঝিলিমিলি। দূরত্ব ৭০ কিলোমিটার। কলকাতা থেকে ঝিলিমিলি আসার নাইট সার্ভিস বাস আছে। মুকুটমণিপুর থেকেও দিনের দিন তালবেড়িয়া বেড়িয়ে আসা যায়। চাইলে ঝিলিমিলিতে থেকে যাওয়া যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল! পর্যটকদের জন্য বড়দিনের বড় আকর্ষণ
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Tourism: লাগবে না ভিসা, নেই পকেট খালি হওয়ারও ভয়! গরমের ছুটিতে নিউজিল্যান্ড ঘোরার স্বাদ পেয়ে যান ঘরের কাছেই এই জায়গায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল