দক্ষিণ বাঁকুড়ার একেবারে শেষ প্রান্ত। ঝাড়খণ্ড লাগোয়া সবুজ জনপদ ঝিলিমিলি। বিরাট বিরাট সব শাল, শিমূল, মহুয়া গাছে ছাওয়া ঝিলিমিলির প্রকৃতি আপনাকে শান্তি দেয়। গ্রীষ্মেও যেন ঝিলিমিলির বাতাস মিষ্টি। আর একটু মেঘ করলে তো কথাই নেই। বাঁকুড়া শহর থেকে ঝিলিমিলির দূরত্ব ৭০ কিলোমিটার, মুকুটমণিপুর থেকে ৪৫ কিলোমিটার। ঝিলিমিলি থেকে সোজা চলে আসতে হবে, রাইতারা গ্রাম। সেই গ্রামের পাশেই রয়েছে বিশাল একটি জঙ্গল বেষ্টিত জলাধার, নাম তালবেড়িয়া।
advertisement
আরও পড়ুন: দেখতে সরু সরু নৌকা! কাজে জবরদস্ত! এসব দিয়েই রক্ষ্ম মাটিতে সোনার ফসল ফলাচ্ছেন বাঁকুড়ার চাষিরা
ঝিলিমিলি থেকে এসে তালবেড়িয়া ড্যামের উপর দাঁড়ালে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। প্রকৃতির ক্যানভাসটি এতটাই বড় যে আপনার ক্যামেরাতে বন্দি করতে একটু বেগ পেতে হবে। মাঝখানে নীল জলরাশি, পরিষ্কার আকাশের ঝকঝকে রোদ যখন প্রতিফলন হচ্ছে তখন মনে হচ্ছে পৌঁছে গেছেন নিউজিল্যান্ডের কোন এক নাম না জানা জায়গায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া শহর থেকে ঝিলিমিলি চলে আসা যায় সহজেই। ঝাড়গ্রাম থেকে বিনপুর, শিলদা, বেলপাহাড়ি হয়ে পৌঁছে যাওয়া যায় ঝিলিমিলি। দূরত্ব ৭০ কিলোমিটার। কলকাতা থেকে ঝিলিমিলি আসার নাইট সার্ভিস বাস আছে। মুকুটমণিপুর থেকেও দিনের দিন তালবেড়িয়া বেড়িয়ে আসা যায়। চাইলে ঝিলিমিলিতে থেকে যাওয়া যায়।
নীলাঞ্জন ব্যানার্জী





