আর সেই লক্ষ্যেই অবিচল থেকে এই কর্মসূচি প্রত্যেক নববর্ষে তিনি জানান, ইংরেজি সালকে স্বাগত জানাতে মল্লরাজ এলাকার লালবাঁধে এবং বাংলা নববর্ষকে স্বাগত জানাতে যমুনাবাঁধে ডুব দেন এবং পাশাপাশি শরীরকে নীরোগ রাখতে সাঁতার কাটার পরামর্শ দেন সকলকে।
আরও পড়ুন: হেব্বি মিষ্টি, তবে লাল নয়! গোলাপি বেদানা চাষে তাক লাগাচ্ছে দক্ষিণবঙ্গের এই জেলা
advertisement
সদানন্দ বাবুর এই কর্মসূচিকে দেখতে স্থানীয় মানুষজনরা ভিড় জমান যমুনাবাঁধের পাড়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই উপস্থিত থাকেন। ১৪৩২টি ডুব দিয়ে বাঁধের জল থেকে উঠা মাত্রই করতালি ও পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় মানুষজন ও স্থানীয় কাউন্সিলর।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উপস্থিত স্থানীয় কাউন্সিলরের বক্তব্য, তাদের ইচ্ছে সদানন্দ বাবুর বিশেষ লক্ষ্য রয়েছে, সে তার লক্ষ্যে পৌঁছাক এটাই চান তারা। তবে মফস্বল এলাকা বলে হয়ত সদানন্দ তার লক্ষ্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। তবে তার পাশে তিনি সহ স্থানীয় মানুষরা সদানন্দ বাবুর পাশে আগামী দিনেও রয়েছেন বলে তিনি জানান।
নীলাঞ্জন ব্যানার্জী





