দেবব্রত মণ্ডল, বিষ্ণুপুর: পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়া জেলায় মৃত্যু হল ৫ জনের। আহত হলেন ২ জন। বৃহস্পতিবার দুপুরে আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি নামে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টির মাঝেই বাঁকুড়ার কোতুলপুর, ওন্দা, ইন্দাস ও পাত্রসায়র থানা এলাকায় পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়। বজ্রপাতে আহত হয়েছেন দু’জন।
advertisement
আবহাওয়া দফতরের পুর্বাভাস ছিলই। সেই পুর্বাভাস মোতাবেক বৃহস্পতিবার দুপুরের পর বাঁকুড়ার আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। জেলার বিভিন্ন প্রান্তে ঝেঁপে বৃষ্টি নামে। প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে সেই বৃষ্টির মাঝেই মাঠে আমন ধান রোপণের কাজ করছিলেন কোতুলপুর থানার খিরি গ্রামের বাসিন্দা জিয়াউল হক মোল্লা ও আসপিয়া মোল্লা। আচমকা বজ্রপাত হলে গুরুতর আহত অবস্থায় দুজনেই জমিতে লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা! ভেঙে পড়ল আস্ত বিমান, দেখা গেল ধ্বংসাবশেষ! ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু
অন্যান্যরা আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জিয়াউল হক মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন। আহত আসপিয়া মোল্লাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ওই হাসপাতালে। প্রবল বৃষ্টির মাঝে আচমকা বজ্রপাতে বাঁকুড়ার পাত্রসায়ের থানার কাঁটাবন উদয় পল্লী স্কুল সংলগ্ন এলাকায় গুরুতর জখম হন জীবন ঘোষ নামের এক যুবক।
আহত ওই যুবককে প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতাল হয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জয়পুর থানার খড়িকাশুলি গ্রামে উত্তম ভুইয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে বজ্রপাতে।
ওন্দাতেও এদিন বাজ পড়ে মৃত্যু হয়েছে একজনের। পুলিশ জানিয়েছে মৃতের নাম নারায়ণ সাওয়ার। বাড়ি ওন্দা থানার কামারকাটা এলাকায়। এদিন দুপুরে বাজ পড়ে একজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন ইন্দাস থানার বাঙালচক এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম শেখ ইসমাইল। ঘটনায় আহত হয়েছেন বুলটি বাগদী নামের এক মহিলা।