স্থানীয়দের মতে, চারটি বাইকে রিলস করতে করতে যাচ্ছিলেন ওই যুবকেরা। এরপরেই দুর্ঘটনার কবলে পড়েন। সংঘর্ষের জেরে বাইক নিয়েই রাস্তায় ছিটকে পড়েন সবাই। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় যুবকদের উদ্ধার করে এবং তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ হাড় কাঁপুনি ঠান্ডা, জুবুথুবু অবস্থা ঝাড়গ্রামে! কত ডিগ্রিতে নামল পারদ, রইল আজকের আবহাওয়ার আপডেট

advertisement

দুর্ঘটনায় আহতদের মধ্যে বাকি ৩ জনের অবস্থা স্থিতিশীল থাকলেও ঘটনাস্থলেই একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর রাতেই তাঁকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সুত্রে খবর, আহত ৪ যুবকের মধ্যে ৩ জনের বাড়ি বাঁকুড়া রবীন্দ্র সরণী এলাকায়, একজন নতুনচটির বাসিন্দা। জানা যাচ্ছে, ঘটনাস্থল থেকে দু’জনের মোবাইল ফোন উদ্ধার করে তাঁদের তৈরি করা ভিডিও থেকে দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা করবে পুলিশ।

advertisement

সোমবার রাতে বাইক নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন ওই ৪ যুবক। এলাকাবাসীর মতে, বাইকে করে রিলস বানাচ্ছিলেন তাঁরা। জানা যাচ্ছে, দু’জনের মোবাইল উদ্ধার করে তাঁদের বানানো ভিডিও থেকেই দুর্ঘটনার কারণ খুঁজবে পুলিশ। তাতে কী উঠে আসে সেটাই দেখার।