স্থানীয় সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই সোনামুখীর জঙ্গলে বেশ কয়েকটি হাতি রয়েছে। সোমবার আনুমানিক রাত একটা নাগাদ তিনটি হাতির দল খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসে। গজরাজের দল নারায়ণসুন্দরী গ্রামে ঢুকে পড়ে। সেখানে পরপর তিনটি বাড়িতে ভাঙচুর চালায় তাঁরা। অল্পের জন্য প্রাণে বাঁচে তিনটি পরিবার। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন।

advertisement

আরও পড়ুনঃ শীতের রাতে বাঁকুড়ায় ভয়াবহ বাইক দুর্ঘটনা! রাস্তায় ছিটকে পড়ে আহত ৪ যুবক, তুমুল চাঞ্চল্য

এখানেই শেষ নয়! হাতিগুলি চলে যাওয়ার পথে পাশেই থাকা আলু জমির উপর তাণ্ডবলীলা চালায়। কৃষকদের দাবি, মহাজনের কাছে ঋণ নিয়ে তাঁরা আলু চাষ করেছেন। কয়েকদিনের মধ্যেই এই আলু ঘরে তুলতেন। কিন্তু তার আগেই আলুর দফারফা করে দিয়ে গেল হাতির দল। এখন কীভাবে মহাজনের ঋণ শোধ করবেন, কীভাবে সংসার চালাবেন, কীভাবেই বা আগামী চাষ করবেন, সেসব ভেবে রাতের ঘুম উড়েছে তাঁদের। অন্যদিকে বাড়িঘর ভেঙে দেওয়াই চিন্তিত ওই তিনটি পরিবার।

advertisement

এলাকার মানুষের ক্ষোভ, বন দফতর হাতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। তাঁদের প্রশ্ন, হাতি কেন জঙ্গল থেকে লোকালয়ে চলে আসবে? এই ক্ষয়ক্ষতির জন্য বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সমগ্র বিষয়টি নিয়ে বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হলে মুখে কুলুপ এঁটেছেন বন দফতরের আধিকারিকরা।