বাংলাদেশি যুবকের নাম পবিত্র মণ্ডল, কালনার কৃষ্ণদেবপুর এলাকার বাসিন্দা ওই যুবক। পাসপোর্টের জন্য আপিল করেছিল, সেই নথি ভেরিফিকেশনের জন্য পৌঁছয় কালনা থানায়। বাংলাদেশি যুবক পবিত্র মণ্ডলের দেওয়া কালনা পুরসভার শংসাপত্র দেখে সন্দেহ হয় পুলিশের। কালনা পুরসভার সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে জানিয়ে দেওয়া হয় সেটা জাল শংসাপত্র। এরপরে এই পবিত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, জানতে পারে কালনার সাইবার ক্যাফের মালিক আজারুল ইসলাম তাকে জাল জন্মের শংসাপত্র করে দিয়েছে। এরপরেই দুজনকে গ্রেফতার করে কালনা থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: ক্ষমতা দেখিয়ে বাংলাদেশ-পাকিস্তানকে একমঞ্চে ডেকেছিল ভারত! আসবে কি না জানিয়ে দিল ঢাকা
কালনা পুরসভার শংসাপত্রে লেখা রয়েছে পবিত্র মণ্ডল কালনা মহকুমা হাসপাতালে ২০০৩ সালে জন্মগ্রহণ করেন। তার শংসাপত্রে তৎকালীন পুরপ্রধান বিধায়ক দেবপ্রসাদ বাগের স্বাক্ষর রয়েছে। দেবপ্রসাদ বাগ জানান তার সই জাল করা হয়েছে। পুরসভার বক্তব্য এটি জাল শংসাপত্র। বাইরে থেকে এটা জাল করা হয়েছে।
আরও পড়ুন: হাসিনাকে নিয়ে ভারতের চালে চিন্তায় ইউনূস সরকার! চাপে পড়ে কী বলল বাংলাদেশ?
পুলিশের বক্তব্য এই ঘটনার সঙ্গে আর কোনও চক্র জড়িয়ে আছে কি না সেই নিয়ে তদন্ত তারা শুরু করেছে। সাইবার ক্যাফের মালিক এই চক্র চালাতো নাকি সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের আজ কালনা মহকুমা আদালতের তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে।
