আরও পড়ুনঃ বাথরুমের মেঝেতে শেওলা? বিনামূল্যে ১ মিনিটে ঝাঁ চকচকে বাথরুমের টাইলস! ৩ হোম রেমেডিতে কাজ হাসিল
জানা যায়, ওই যুবকের বাড়ি বনগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাকপাড়া এলাকায়। যুবকের নাম অভিজিৎ চন্দ। এলাকাবাসীরা জানায়, বিকট আওয়াজেই ছুটে আসেন সকলে। মুহূর্তেই ঘটে দুর্ঘটনা। এরপর দ্রুত স্থানীয়রাই পুলিশ প্রশাসনকে খবর দেন। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুনঃ জাস্ট ৭ দিন! এক চামচ ‘এই’ মশলা ভেজানো জল খান, বাই বলুন হাজার রোগকে! থাকুন ‘বিন্দাস’
পরিবারের দাবি, গতকাল রাতে বারাসাতে যাওয়ার নাম করে বেরিয়েছিল ওই যুবক। সকালে পুলিশ প্রশাসনের কাছ থেকে মৃত্যুর খবর পান পরিবার। প্রশ্ন উঠছে তাহলে সারারাত কোথায় ছিল সে! তাহলে কি নেশাগ্রস্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়েই এমন মর্মান্তিক দুর্ঘটনা! এলাকায় নেমেছে শোকের ছায়া। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিল কিনা যুবক তা জানার চেষ্টা চালানো হচ্ছে। দ্রুতগতির বাইক থাকায় কোনভাবে নিয়ন্ত্রণ হারাতেই পাচিলে ধাক্কা লাগে বলে অনুমান।
Rudra Narayan Roy