TRENDING:

Bangla News: অস্বাস্থ্যকর পরিবেশ তাও হচ্ছে ক্লাস, শিক্ষকদের আটক করে বিক্ষোভ অভিভাবকদের!

Last Updated:

Bangla News: অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে স্কুলে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। প্রতিবাদে শিক্ষক শিক্ষিকাদের ঘরে বন্ধ করে রেখে বিক্ষোভ অভিভাবকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে স্কুলে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। প্রতিবাদে শিক্ষক শিক্ষিকাদের ঘরে বন্ধ করে রেখে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিহরপাড়া থানার সারিতলা এলাকায় ৮নং সোনাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক এবং হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অস্বাস্থ্যকর পরিবেশ তাও হচ্ছে ক্লাস
অস্বাস্থ্যকর পরিবেশ তাও হচ্ছে ক্লাস
advertisement

আরও পড়ুনঃ রাজবাড়ির পুজো দেখার ইচ্ছে? ২ হাজার টাকা খরচ করলেই ইচ্ছেপূরণ! রইল ঠিকানা

অভিভাবকদের অভিযোগ ডেঙ্গির আতঙ্ক বাড়ছে। কিন্তু স্কুল চত্বরে নোংরা জল জমে রয়েছে। পড়ুয়াদের মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হয়। স্কুলের বাউন্ডারির দেওয়াল করার জন্য শিক্ষক শিক্ষিকাদের একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিভাবক ইসরাফিল বিশ্বাস বলেন, ‘গোটা স্কুলে নোংরা আবর্জনায় ভর্তি। আমরা পরিষ্কারের জন্য একাধিকবার স্কুল কর্তৃপক্ষকে বললেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শিক্ষকরা দেরি করে স্কুলে আসেন, ঠিকমত ক্লাস করান না। এরই প্রতিবাদে আমরা শিক্ষক শিক্ষিকাদের ঘরবন্দী করে বিক্ষোভ দেখায়।’

advertisement

শিক্ষক সাদ্দাম হোসেন মোল্লা বলেন, ‘অভিভাবকদের অভিযোগ আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ বিডিও রাজা ভৌমিক বলেন, ‘অভিভাবকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের অভিযোগ লিখিতভাবে জানাতে বলেছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর স্কুলে পঠনপাঠন শুরু হয়েছে।’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে স্কুলে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। প্রতিবাদে শিক্ষক-শিক্ষিকাদের ঘরে বন্ধ করে রেখে বিক্ষোভ অভিভাবকদের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হরিহরপাড়া থানার সারিতলা এলাকায় ৮নং সোনাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে হরিহরপাড়ার বিডিও রাজা ভৌমিক এবং হরিহরপাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিভাবকদের অভিযোগ ডেঙ্গির আতঙ্ক বাড়ছে। কিন্তু স্কুল চত্বরে নোংরা জল জমে রয়েছে। পড়ুয়াদের মিড ডে মিলে নিম্নমানের খাবার দেওয়া হয়। স্কুলের বাউন্ডারির দেওয়াল করার জন্য শিক্ষক-শিক্ষিকাদের একাধিকবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অস্বাস্থ্যকর পরিবেশ তাও হচ্ছে ক্লাস, শিক্ষকদের আটক করে বিক্ষোভ অভিভাবকদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল