পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি পুরনো পারিবারিক বিবাদের জেরে অভিযুক্ত সুকুমার গড়াই বেআইনিভাবে নিজের কাছে মজুত রাখা দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে তার শ্যালক লালচাঁদ গড়াইয়ের বাড়িতে যান।
আরও পড়ুন: অনলাইনে জিনিস কেনেন? শিলিগুড়িতে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন, পুলিশের জালে খোদ ডেলিভারি বয়!
অভিযোগ, লালচাঁদকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন সুকুমার। তবে গুলি চলার আগেই লালচাঁদ গড়াই কোনওমতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় প্রানে বাঁচেন তিনি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সাঁতুড়ি থানার পুলিশ। অভিযুক্ত সুকুমার গড়াইকে সেখান থেকেই গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সাঁতুড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রতীক মণ্ডল।
advertisement
আরও পড়ুন: সোদপুর স্টেশনে উল্টে গেল এক্সপ্রেস ট্রেন! কীভাবে? আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে, দেখুন
এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। সাঁতুড়ির মতো শান্ত ও প্রত্যন্ত অঞ্চলে দিনের আলোয় এমন ঘটনার পর চাঞ্চল্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই ভুক্তভোগী লালচাঁদ গড়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাঁতুড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রতীক মণ্ডল আরও জানান, অভিযুক্ত সুকুমার গড়াইকে আজ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে, সাঁতুড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। অভিযুক্ত সুকুমার আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে পেল এবং অন্য কোনও ষড়যন্ত্রের ছক ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।






