TRENDING:

Bangla News: গাছ থেকে কে ঝুলছে! পাড়ার ছেলের এ কী পরিণতি! চমকে উঠল বরানগর

Last Updated:

Bangla News: পুলিশ ও পরিবার সূত্রে খবর, যুবকের নাম রাজকুমার জানা। বয়স বছর ৩৫। পরিবার দাবি, গতকাল ভোরবেলা বাড়ি থেকে বেরোয় রাজকুমার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরানগর: বরানগরের গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। বরানগর ন’পাড়া শীতলা মাতা লেন অঞ্চলের একটি কদম গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে যুবকের দেহ কদম গাছে ঝুলতে দেখে স্থানীয় মানুষেরা। এরপরেই স্থানীয়রা বরানগর থানায় খবর দেয়।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

এরপরেই পুলিশ এসে দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ও পরিবার সূত্রে খবর, যুবকের নাম রাজকুমার জানা। বয়স বছর ৩৫। পরিবার দাবি, গতকাল ভোরবেলা বাড়ি থেকে বেরোয় রাজকুমার। এরপর বাড়ি ফেরেনি। রাত একটা নাগাদ বাইরে থেকে চাবি দিয়ে সে বেরিয়ে চলে যায়। তারপরে আজকে সকাল বেলা তারা খবর পায়, রাজকুমারের দেহ উদ্ধার হয়েছে কদম গাছ থেকে।

advertisement

আরও পড়ুন: টিউশন পড়ানো পেশা, বাংলার রাজনীতিতে কে এই কনিষ্ঠ CPIM নেতা! চমকে যাচ্ছে সকলে

পরিবারের আরও দাবি, কেন এই ঘটনা সে ঘটাল, তা তারা বলতে পারছেন না। স্থানীয়দের দাবি, এদিন ভোরবেলা তারা রাস্তায় বেরিয়ে দেখেন গাছে এক যুবকের দেহ ঝুলছে। এরপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। যুবকটি স্থানীয় মৎস্যজীবী কলোনি এলাকায় ভাড়া থাকতে পরিবারের সঙ্গে।

advertisement

আরও পড়ুন: লজ্জার শেষ নেই, প্রণব মুখোপাধ্যায়ের মূর্তির সঙ্গে এ কী ঘটল! তাও আবার মুর্শিদাবাদে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পেশায় গাড়িচালক রাজকুমার কোন মানসিক অবসাদে ভুগছিল কিনা, সে বিষয়টি যেরকম খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেউ তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে কিনা, তাও জানার চেষ্টা চালাচ্ছে বরানগর থানার পুলিশ। ইতিমধ্যেই বরানগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের পরেই গোটা ঘটনার আসল তথ্য উঠে আসবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: গাছ থেকে কে ঝুলছে! পাড়ার ছেলের এ কী পরিণতি! চমকে উঠল বরানগর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল