TRENDING:

Bangla News: ধেয়ে আসছে দানা, তার আগেই ভয়ঙ্কর ঘটনা গঙ্গায়! নিখোঁজ ৩, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা

Last Updated:

Bangla News: ঘূর্ণিঝড় দানা-র আতঙ্কের মাঝেই ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদে। ইতিমধ্যেই আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে গঙ্গায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: ঘূর্ণিঝড় দানা-র আতঙ্কের মাঝেই ভয়াবহ ঘটনা মুর্শিদাবাদে। ইতিমধ্যেই আগাম সতর্কতা অবলম্বন করা হয়েছে গঙ্গায়। মুর্শিদাবাদ জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড়ের আগে। তবে ভরসন্ধ্যায় বুধবার ঘটে গেল মাঝিদের নৌকাডুবি।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

স্থানীয় মৎসজীবী জাব্বার সেখ জানান, ইলিশ মাছ ধরার এই মরশুমে ঘূর্ণিঝড় দানার প্রভাবে সামশেরগঞ্জ ও ফরাক্কায় ভয়াবহ নৌকাডুবি হয়। বুধবার সন্ধ্যায় হঠাৎ ভয়ানক ঝড়ে উল্টে যায় বেশ কয়েকটি নৌকা। সেগুলো ছিল ডিঙি এবং মাছ ধরার জাল।

আরও পড়ুন: লামাহাটার লেক দেখে নীচে নামতেই সব শেষ, পাহাড়ে বাঙালি পর্যটকের মর্মান্তিক মৃত্যু!

advertisement

মৎস্যজীবীরা জানিয়েছেন, সামসেরগঞ্জের লোহরপুর, সিকদারপুর এবং ধুলিয়ান পৌরসভার ১ নম্বর ঘাটে ডিঙি ও নৌকা উল্টে যায়। পাশাপাশি, ফারাক্কার অর্জুনপুর গঙ্গাঘাটে তলিয়ে যায় নৌকা। দুই ব্লকে প্রায় ১০ জনেরও উপর মানুষ গঙ্গায় তলিয়ে যায়। যদিও তাদের মধ্যে অনেকেই সাঁতরে ডাঙায় উঠে আসেন। অনেককে আবার স্থানীয় বাসিন্দারা কোনও রকমে উদ্ধার করে নিয়ে আসেন। এখনও পর্যন্ত অনেককেই খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন: সাগর থেকে ৫৫০ কিমি দূরে শক্তি বাড়িয়েছে ‘দানা’-র ঘূর্ণি! ঝড়ে সবচেয়ে বেশি প্রভাব বাংলার কোন জেলায়? সতর্ক করল আবহাওয়া দফতর

গঙ্গাঘাটগুলিতে রয়েছে পুলিশের কর্মকর্তারা। এই ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু জেলে মাছ ধরার সময় ঝড়ে নৌকা উল্টে যাওয়ায় নদী গর্ভে তলিয়ে গিয়েছেন। এদিকে তলিয়ে যাওয়াদের উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে সামনেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। এলাকায় শোকের ছায়া। (রিপোর্টার– প্রণব বন্দ্যোপাধ্যায়)

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: ধেয়ে আসছে দানা, তার আগেই ভয়ঙ্কর ঘটনা গঙ্গায়! নিখোঁজ ৩, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল