TRENDING:

Bangla News: অভিনব ব্যাঙ্ক জালিয়াতি! যা ঘটল শিক্ষকের সঙ্গে, সতর্ক না হলেও সর্বস্ব খোয়াতে হবে

Last Updated:

Bangla News: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বেরার ইমেলে আসা একটি মেল থেকে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে পরপর তোলা হয়েছে টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: জালিয়াতের ঘটনা নতুন কিছু নয়, তবে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনা দিন দিন বাড়ছে। ফের ব্যাংক জালিয়াতির শিকার এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রায় বেশ কয়েক হাজার টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।
advertisement

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুজিত বেরার ইমেলে আসা একটি মেল থেকে জানতে পারেন তার অ্যাকাউন্ট থেকে পরপর তোলা হয়েছে টাকা। তবে কে বা কারা এই টাকাটা তুলেছে তা স্পষ্ট নয়। খোঁজ নিয়ে ওই শিক্ষক জানতে পারেন, কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে আধার বায়োমেট্রিকের মাধ্যমে তোলা হয়েছে টাকা। শিক্ষকের বক্তব্য অ্যাকাউন্টে প্রায় ১৫ হাজার টাকা ছিল। তবে বেশ কয়েকটা দফায় টাকা তোলা হয়েছে অ্যাকাউন্ট থেকে।

advertisement

আরও পড়ুন: কুন্তল-তাপসদের থেকে টাকা কার কাছে? এবার ‘বড়’ নাম? সিবিআই-কে বিরাট নির্দেশ

View More

প্রসঙ্গত এর আগেও বেলদা, মেদিনীপুর, খড়্গপুরে বিভিন্ন জায়গায় ব্যাংক জালিয়াতির মত ঘটনা ঘটেছে। কখনো ফোনে ওটিপি চেয়ে পাঠানো, আবার কখনো ফোনে নানা লিঙ্ক এর মধ্য দিয়ে দফায় দফায় জালিয়াতি করে তোলা হয়েছে টাকা। তবে এবারে কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে আধার বায়োমেট্রিকের মধ্য দিয়ে টাকা তুলে নেয়া হচ্ছে। তবে কি সর্ষের মধ্যেই ভূত? সে প্রশ্ন এখন গ্রাহকদের মনে।

advertisement

আরও পড়ুন: কর্ণাটকে হারের গন্ধ পাচ্ছে বিজেপি, এরই মধ্যে সাপের সামনে মুখ্যমন্ত্রী! ভয়ঙ্কর ঘটনা

বর্তমানে ব্যাঙ্কে দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় থাকা কাস্টমার সার্ভিস পয়েন্টে টাকা লেনদেন করেন গ্রাহকেরা। তবে শিক্ষকের বক্তব্য অনুযায়ী কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে টাকা তোলা হয়েছে, শুধু টাকা তোলা নয় দিনের পর দিন অ্যাকাউন্ট চেক করছেন কাস্টমার সার্ভিস পয়েন্ট বা csp। ইতিমধ্যেই বেলদা থানার মারফত সাইবার ক্রাইমে লিখিত অভিযোগ জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষক। তবে আদৌ কি ফিরে পাবেন তার এই খোয়া যাওয়া টাকা। এই জাল আর কতদূর বিস্তৃত সে প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের।

advertisement

—–Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: অভিনব ব্যাঙ্ক জালিয়াতি! যা ঘটল শিক্ষকের সঙ্গে, সতর্ক না হলেও সর্বস্ব খোয়াতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল