TRENDING:

Latest Bangla News|| ফের মধ্যযুগীয় বর্বরতা! 'ডাইনি' অপবাদে গ্রামছাড়া গর্ভবতী, শিশু-সহ একই পরিবারের ৮

Last Updated:

Latest Bangla News: আবারও মধ্যযুগীয় বর্বরতা পারুইতে। দুই শিশু-সহ ৮ জন গ্রামবাসীকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করল মোড়ল-সহ গ্রামের আদিবাসী বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পারুই: আবারও মধ্যযুগীয় বর্বরতা পারুইতে। দুই শিশু-সহ ৮ জন গ্রামবাসীকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করল মোড়ল-সহ গ্রামের আদিবাসী বাসিন্দারা। পারুই থানার অন্তর্গত রহমতপুর এলাকার দুই শিশু-সহ ৮ জন গ্রামবাসীকে ডাইনি অপবাদে গ্রামছাড়া করল আদিবাসী সম্প্রদায়ের মোড়ল-সহ আদিবাসী সম্প্রদায়ের কয়েকজন। ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা দুই বাচ্চাকে নিয়ে তাঁরা পথে এসে দাঁড়িয়েছে বলে দাঁড়াচ্ছেন ডাইনি অপবাদে গ্রামছাড়া বাসিন্দারা।
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
advertisement

তিন জন মহিলার মধ্যে একজন মহিলা সাত মাসের অন্তঃসত্ত্বা। বোলপুর ব্লকের বিডিও শেখর সাই সম্পূর্ণ বিষয়টি শুনে স্থানীয় প্রশাসনকে অর্থাৎ পারুই থানার পুলিশকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এবং যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে গ্রামের বাইরে তাঁদের গ্রামে ফেরানোর কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের আগে পুজো দিয়ে গঙ্গাস্নান, জল থেকে আর উঠলই না সুদীপ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ বিষয়ে রহমতপুর আদিবাসী পাড়ার মোড়ল মুর্মু জানিয়েছেন, কাউকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়নি এবং ওই পরিবার নিজেরাই গ্রাম ছেড়ে চলে গেছে, পরিবারটিকে গ্রাম থেকে কেউ বার করেনি বলে জানিয়েছেন গ্রামের মোড়ল। গ্রামছাড়া গ্রামবাসীরা এই মুহূর্তে পারুই থানায় আশ্রয় নিয়েছে। পুলিশ সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে। যত দ্রুত সম্ভব এই সমস্ত গ্রামবাসীকে গ্রামে ফেরার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বিডিও-এর তরফ থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News|| ফের মধ্যযুগীয় বর্বরতা! 'ডাইনি' অপবাদে গ্রামছাড়া গর্ভবতী, শিশু-সহ একই পরিবারের ৮
Open in App
হোম
খবর
ফটো
লোকাল