TRENDING:

Asansol News: আসানসোলের অভিজাত হোটেলে হানা প্রশাসনের! কী হয়েছে ওই হোটেলে? বিজেপির দাবি, শুভেন্দু অধিকারী ছিলেন

Last Updated:

Asansol News: হোটেলের সমস্ত কাগজপত্র থেকে দেখা থেকে শুরু করে হোটেলের পানশালা এবং অন্যান্য পরিষেবা কেমন চলছে বা সেখানে কোনও আইনি ফাঁক ফোঁকর রয়েছে কিনা সব কিছু পুঙ্খানুপুঙ্খ দেখা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দীপক শর্মা, আসানসোল: আসানসোলে অভিজাত হোটেলে জেলা প্রশাসন এবং পৌর নিগমের যৌথ অভিযান ঘিরে এবার রাজনীতি ছড়াতে শুরু করল। বুধবার আসানসোলের অভিজাত দুই পাঁচতারা হোটেল জেলা প্রশাসন এবং আসানসোল পৌরনিগমের যৌথ অভিযান চালানো হয়।
কেন হানা হোটেলে?
কেন হানা হোটেলে?
advertisement

হোটেলের সমস্ত কাগজপত্র থেকে দেখা থেকে শুরু করে হোটেলের পানশালা এবং অন্যান্য পরিষেবা কেমন চলছে বা সেখানে কোনও আইনি ফাঁক ফোঁকর রয়েছে কিনা সব কিছু পুঙ্খানুপুঙ্খ দেখা হয়। যদিও জেলা প্রশাসনের আধিকারিকরা, কেন এই অভিযান তা নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি। তারা রুটিন চেকআপ বলে বিষয়টিকে পাশ কাটিয়েছিলেন।

আরও পড়ুন: হিঙ্গলগঞ্জের আকাশ থেকে ওটা কী পড়ল! পাশেই বাংলাদেশ, তারাই কি পাঠাল সেই জিনিস? গোটা এলাকায় ছড়াল আতঙ্ক

advertisement

কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যেহেতু কয়েকদিন আগে আসানসোলে র‌্যালি এবং জনসভা করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি বেশ কিছুক্ষণ সময়ের জন্য গ্র্যান্ড হোটেলে বিশ্রাম নিয়েছিলেন। আর সেই কারণেই তৃণমূলের চক্ষুশুল হওয়ার কারণেই গ্র্যান্ড হোটেলে আচমকা অভিযান চালানো হয়েছে তাদের প্যাঁচে ফেলতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও বিষয়টিকে আমল দিতে রাজি নন তৃণমূল নেতারা৷ তৃণমূলের রাজ্য সম্পাদক শিবদাশন দাশু জানিয়েছেন, ”কী কারণে অভিযান সেটা প্রশাসন বলতে পারবে। তবে বিজেপির কাছে আর যেহেতু কোন ইস্যু নেই, তাই তারা প্রশাসনিক এই অভিযানকে ইস্যু বানাতে চাইছে। আমরা জানি ব্যবসায়ীরা কোনও রাজনৈতিক দলের হয় না। তারা শুধুই ব্যবসা বোঝে। তাই এই হোটেল গুলোর সঙ্গে কোন রাজনীতির যোগ আছে বলে তৃণমূল কংগ্রেস মনে করে না।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Asansol News: আসানসোলের অভিজাত হোটেলে হানা প্রশাসনের! কী হয়েছে ওই হোটেলে? বিজেপির দাবি, শুভেন্দু অধিকারী ছিলেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল