TRENDING:

Birbhum News: আজব খেলা! ৫ ফুটের মানুষ মুহূর্তে হয়ে যায় ১০ ফুট

Last Updated:

রণপা খেলা এক অন্যতম বহু প্রাচীন খেলা। অদ্ভুত এই খেলার মাধ্যমে পাঁচ ফুটের মানুষ হয়ে যায় নিমেষে দশফুট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ক্রিকেট-ফুটবলের জনপ্রিয়তা প্রশ্নাতীত হলেও গ্রামেগঞ্জে এমন বেশ কিছু খেলা আজও দেখতে পাওয়া যায় যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এমনই একটি খেলা হল রণপা খেলা।কালক্রমে এই খেলা ধীরে ধীরে হারিয়ে যেতে চলেছে। তবে এখনও বেশ কিছু মানুষ রয়েছেন যারা পুরানো পেশাকে আঁকড়ে ধরে নিজেদের জীবিকা নির্বাহ করছেন এখনও।
advertisement

আরও পড়ুন: প্রান্তিক মহিলাদের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছে ‘সোহাগ’, শিলিগুড়ির পোশাক ব্র্যান্ডের দেশ জোড়া নাম

রণপা খেলা এক অন্যতম বহু প্রাচীন খেলা। অদ্ভুত এই খেলার মাধ্যমে পাঁচ ফুটের মানুষ হয়ে যায় নিমেষে দশফুট। এই খেলা দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করে রোজগার করে চলেছেন একদল মানুষ। বাপ ঠাকুরদার আমল থেকে এই খেলা চলে আসছে। জমিতে চাষবাসের পাশাপাশি এই খেলার সঙ্গে যুক্ত রয়েছে নয় জনের একটি দল। এই খেলা বীরভূমের বিভিন্ন জায়গার পাশাপাশি কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান বিভিন্ন জায়গায় আজ‌ও অল্প বিস্তার দেখা যায়।

advertisement

রণপা শিল্পী ভৈরব নাথ মণ্ডল বলেন, গত ১০ থেকে ১৫ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন। বিভিন্ন ধরনের জিমন্যাস্টিক খেলার পাশাপাশি একটি সুদীর্ঘ ৮ থেকে ১০ ফুট বাঁশের উপর দাঁড়িয়ে খেলা দেখিয়ে থাকেন। তবে এই খেলা দেখিয়ে তাঁদের যা আয় হয় তাতে এখন সংসার চলে না। তবে কোনও সরকারি অনুষ্ঠানে ডাক পেলে ১০০০ টাকা করে পান। এছাড়া সরকার থেকে তাঁদের মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়। সব কিছু মিলিয়ে তাঁদের মাসিক আয় হয়ে থাকে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা।

advertisement

View More

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই রণপা খেলা একটি বেশ ঝুঁকির খেলা। ব্যালেন্স কোনওক্রমে হারিয়ে ফেললে মাটিতে পড়ে আহত হওয়ার সম্ভাবনা থাকে। মূলত সার্কাসে এই ধরনের খেলা দেখানো হয়। ছোটরা রণপা দেখলে অবাক হয়ে যায়। তাদের আনন্দ দিয়েই পেট চলে শিল্পীদের।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: আজব খেলা! ৫ ফুটের মানুষ মুহূর্তে হয়ে যায় ১০ ফুট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল