সিবিআই সূত্রে খবর, সিএ-কে জিজ্ঞাসাবাদ থেকে মেলা তথ্যের ওপরে ভিত্তি করে ২ ব্যাঙ্ক আধিকারিককে তলব করা হয়েছে। CA-র বক্তব্যের সঙ্গে ব্যাঙ্কের নথি মিলিয়ে দেখা হবে। উল্লেখ্য, আজই বোলপুরের বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই৷
আরও পড়ুন: ফের নিম্নচাপের ভ্রুকুটি, আগামিকাল থেকে তুমুল বৃষ্টির সতর্কতা, কোন জেলায় কত বৃষ্টি? জানুন
advertisement
আরও পড়ুন: 'রাষ্ট্রবিরোধী কাজ করেছে পুলিশ', ডিজি-সহ রাজ্যের ৩ IPS-র বিরুদ্ধে আজ হাইকোর্টে শুভেন্দু
প্রসঙ্গত, এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের আয়ের উৎস খুঁজে বের করতে চাইছে সিবিআই৷ গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে অনুব্রত মেয়ের নামেও একাধিক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই৷ তার মধ্যে রয়েছে রাইস মিল, বেসরকারি সংস্থা৷ সুকন্যা মণ্ডল এই সম্পত্তি কীভাবে তৈরি করলেন, তার উৎস জানতে চায় সিবিআই৷ গোয়েন্দাদের অনুমান, বেনামে এই সমস্ত ব্যবসাতেও গরু পাচারের বেআইনি টাকাই বিনিয়োগ করা হয়েছে৷
সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডল এখনও পর্যন্ত তদন্তে অসহযোগিতা করছেন না৷ জেরায় তিনি মুখও খুলছেন না৷ আগামী ২০ অগাস্ট ফের অনুব্রতকে আদালতে পেশ করা হবে৷