TRENDING:

অনুব্রত কোথায়...? তিহারে না সিউড়িতে? দোল মাতালেন কেষ্ট! অনুগামীরা মাখালেন আবির! দেখুন

Last Updated:

Anubrata Mondal: না থেকেও দোলে সিউড়ি মাতালেন অনুব্রত! আজব হোলি কেষ্ট অনুগামীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: এখনও ফাঁকা অনুব্রত গড়। গরু পাচার মামলায় দিল্লির তিহার জেলবন্দি-বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। বীরভূম থেকে দূরে রয়েছেন ঠিকই। তবে প্রিয় ‘দাদা’কে ভোলেননি কেউ। বীরভূমের সিউড়িতে অনুব্রতর বিরাট কাট আউটে আবির দিয়ে দোলের শুভেচ্ছা জানালেন তার অনুগামীরা।
অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
advertisement

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডল বছরখানেক জেলবন্দী। গ্রেফতারির পরেও তাঁর পাশেই রয়েছে দল। বীরভূম জেলা তৃণমূল সভাপতির পদে এখনও আসীন অনুব্রত। তাই সিউড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে আজও রয়েছে তাঁর বিশাল কাটআউট।

সোমবার সকালে ওই কাটআউটের সামনে ভিড় জমান সিউড়ি শহর মহিলা তৃণমূলের কর্মীরা। অনুব্রতর পায়ে আবির দেন। কেউ আবির দেন গালে। তার পরই একে অপরকে দোলের শুভেচ্ছা বিনিময় করেন।

advertisement

View More

আরও পড়ুন: ওয়ালেট আর পার্স কি একই জিনিস…? দুইয়ের ফারাক কী? আবার বলার আগে জানুন ‘সত্যি’! চমকে যাবেন, গ্যারান্টি

কখনও ‘গুড়-বাতাসা’, তো কখনও ‘চড়াম চড়াম’। বিরোধীদের উদ্দেশে চোখা চোখা আক্রমণই যেন ছিল অনুব্রত মণ্ডলের ইউএসপি। দক্ষ সংগঠক অনুব্রতর অনুগামীর সংখ্যা বিপুল। সেই অনুব্রতই গরু পাচার মামলায় বছরখানেকেরও বেশি সময় জেলবন্দি। পার্থ, জ্যোতিপ্রিয়র কপালে শাস্তির খাঁড়া ঝুলেছে। তবে গ্রেফতারির পরেও অনুব্রতর পাশেই রয়েছে দল।

advertisement

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্ত…! পশ্চিমী ঝঞ্ঝার রক্তচক্ষু…! ঝড় বৃষ্টির তোলপাড় করা অশনি সঙ্কেত! কবে থামবে দুর্যোগ? জানিয়ে দিল IMD

দলের ছোট, বড় নেতাদের মুখেশোনা গিয়েছে তাঁর নাম। সম্প্রতি ভোট প্রচারে বেরিয়ে বিদায়ী সাংসদ তথা তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়ের মুখেও অনুব্রতর নাম শোনা গিয়েছে। তাঁকে ‘মিস করবেন’ বলেও দাবি করেন শতাব্দী। তারই মাঝে আবির মাখিয়ে দোলের শুভেচ্ছা জানানোর ঘটনাই প্রমাণ করে আজও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি।

advertisement

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুব্রত কোথায়...? তিহারে না সিউড়িতে? দোল মাতালেন কেষ্ট! অনুগামীরা মাখালেন আবির! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল