TRENDING:

৪০০ বছরের প্রাচীন বনগাঁর সাত ভাই কালীতলার পুজো নাকি শুরু হয়েছিল ডাকাত দলের হাত ধরে

Last Updated:

শোনা যায়, ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে কালীঠাকুর বলেছিলেন, '' তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না?''  এই শুনে ডাকার দল কালীঠাকুরকে সঙ্গে নিয়ে আসে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: শোনা যায়, ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে কালীঠাকুর বলেছিলেন, '' তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না?''  এই শুনে ডাকার দল কালীঠাকুরকে সঙ্গে নিয়ে আসে। কিন্তু কোথায় রাখবে দেবীপ্রতিমাকে? শেষ পর্যন্ত, প্রায় ৩০০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হল ডাকাত দল। বন-জঙ্গলে ঘেরা বট গাছের নীচে প্রতিষ্ঠা করা হল  কালীমূর্তি। সেই থেকে চলে আসছে বনগাঁর সাত ভাই কালীতলার পুজো।
advertisement

কথিত আছে, অবিভক্ত বাংলার যশোরের জমিদার বাড়িতে ডাকাতি করতে যায় সাত জন ডাকাতের একটি দল। সম্পর্কে তারা ছিল আপন ভাই। ডাকাতি করে ফেরার পথে কালীঠাকুরের আদেশে কালীমূর্তিও সঙ্গে করে নিয়ে আসে তারা। বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার পুরাতন বনগাঁর ইছামতি নদীর ধারে জঙ্গল ঘেরা বটগাছের নীচে কালীমূর্তি স্থাপন করা হয়। দেবীপুজোর জন্য ডাকাত দল পুরোহিতের খোঁজে বের হয়। স্থানীয় এক চক্রবর্তী পুরোহিতকে খুঁজে পায়। তারাই বংশ-পরম্পরায় পুজো করে আসছেন। পুজো শুরু হয় আনুমানিক প্রায় ৪০০ বছর আগে। জাগ্রত পুরাতন বনগাঁর এই কালী মন্দির সাত ভাই কালীতলা নামে পরিচিত।মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাজার, কমিউনিটি হল এবং স্কুল। সারা বছরই থাকে ভক্তদের ভিড়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এবার জীবাণু 'রাজা' করে দেবে মাছ চাষিদের, ডবল লাভ আসবে ঘরে! কীভাবে জানুন
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৪০০ বছরের প্রাচীন বনগাঁর সাত ভাই কালীতলার পুজো নাকি শুরু হয়েছিল ডাকাত দলের হাত ধরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল