শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারতেই আগুন ধরে গেল মুরগির খাবার বোঝাই লরিতে। মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করে আগুন। দাউদাউ করে জ্বলতে থাকে লরি।
advertisement
রাত তিনটা নাগাদ জলপাইগুড়ি, ডুয়ার্স জাতীয় সড়কের গোশালা মোড় এলাকায় নির্মীয়মাণ হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের সামনে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। চালক, খালাসি অল্পের জন্য রক্ষা পেলেও মুহূর্তের মধ্যে লরিতে আগুন ধরে যায়। জাতীয় সড়কের উপর দাউদাউ করে জ্বলতে থাকে লরি। ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। ছুটে আসে পুলিশ, দমকল। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ভোরের দিকে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শীতের রাতে চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা বলে অনুমান।
