TRENDING:

Abhishek Banerjee: অভিষেকের সঙ্গে র‍্যাম্পে হাঁটল 'তিন ভূত'! বারুইপুরের সভায় কী কাণ্ড, বিরাট শোরগোল

Last Updated:

বারুইপুরের সভায় বক্তব্য রাখার ফাঁকেই সেই র‍্যাম্প নিয়ে কৌতূহলের নিরসন করলেন অভিষেক৷ সঙ্গে দিলেন বড় চমকও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ চব্বিশ পরগণার বারুইপুর থেকে বিধানসভা নির্বাচনের নতুন প্রচার কর্মসূচি শুরু করলেন অভিষেক৷ যতই করো হামলা আবার জিতবে বাংলা নামে সেই প্রচার কর্মসূচির মঞ্চ নির্মাণেও রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে শাসক দল৷ মূল মঞ্চের সঙ্গেই সেখানে তৈরি করা হয়েছিল লম্বা র‍্যাম্প৷ যা নিয়ে তৃণমূলের কর্মী সমর্থক তো বটেই, সংবাদমাধ্যমেও তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছিল৷
মূল মঞ্চের সঙ্গে র‍্যাম্প তৈরি করা হয়েছিল বারুইপুরে তৃণমূলের সভায়৷
মূল মঞ্চের সঙ্গে র‍্যাম্প তৈরি করা হয়েছিল বারুইপুরে তৃণমূলের সভায়৷
advertisement

বারুইপুরের সভায় বক্তব্য রাখার ফাঁকেই সেই র‍্যাম্প নিয়ে কৌতূহলের নিরসন করলেন অভিষেক৷ সঙ্গে দিলেন বড় চমকও৷ অভিষেকের কথায় তিন জন ভূতকে হাঁটাতেই এই র‍্যাম্প তৈরি করিয়েছেন তিনি৷

বারুইপুরের সভা থেকেও এসআইআর নিয়ে সরব হন অভিষেক৷ নিজের বক্তব্যের মাঝেই দুই পুরুষ এবং এক মহিলাকে মঞ্চে হাজির করান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ অভিষেক দাবি করেন, এসআইআর-এ এই তিন জন ব্যক্তিকেই মৃত হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন৷ ফলে খসড়া ভোটার তালিকা থেকে মেটিয়াবুরুজের দু জন এবং কাকদ্বীপের বাসিন্দা একজনের নাম বাদ গিয়েছে৷

advertisement

এই তিন জন ভোটারকেই মৃত বলে দেখানো হয়েছে খসড়া তালিকায়, দাবি অভিষেকের৷

তিন জনকে র‍্যাম্পে নিয়ে আসার আগে অভিষেক বলেন, ‘এই র‍্যাম্প তৈরি করেছি তিন জন ভূতকে হাঁটাব বলে৷ কোনও দিন মৃত ব্যক্তিদের কোনও দিন মৃত ব্যক্তিদের র‍্যাম্পে হাঁটতে দেখেছেন? আপনারা এজের দেখতে পেলেও নির্বাচন কমিশন দেখতে পারছে না৷ বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে তার জন্য এদের মৃত দেখিয়ে দিয়েছে৷ তৃণমূল যতদিন আছে কারও মৌলিক অধিকার কাড়তে দেব না৷’ অভিষেক দাবি করেন, শুধু দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতেই এই ধরনের ২৪ জন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা জীবিত থাকলেও এসআইআর-এর খসড়া ভোটার তালিকায় মৃত বলে দেখানো হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কনকনে ঠান্ডায় নীলচে জলে ঘুরে বেড়াচ্ছে জলপরী! বানিপুর লোক উৎসবের নয়া আকর্ষণ, দেখতে ভিড়
আরও দেখুন

তৃণমূল সূত্রে খবর, যে তিনজনকে আজ বারুইপুরের সভায় হাজির করান অভিষেক, তাঁদের মধ্যে মণিরুল মোল্লা এবং মায়া দাস মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রের বাসিন্দা৷ হরেকৃষ্ণ গিরি কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের নামখানার বাসিন্দা৷ তিন জনকেই মৃত বলে ঘোষণা করে খসড়া ভোটার তালিকায় নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: অভিষেকের সঙ্গে র‍্যাম্পে হাঁটল 'তিন ভূত'! বারুইপুরের সভায় কী কাণ্ড, বিরাট শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল