আহত অবস্থায় সৌভিককে বেলঘড়িয়ার একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ বাড়ির লোককে না জানিয়ে ব্যারাকপুরে এত নার্সিংহোম বা হাসপাতাল থাকতে, স্কুল কর্তৃপক্ষ সৌভিককে বেলঘড়িয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান, সেই সঙ্গে নাকি বাড়ির লোককে জানানো হয় ছাত্রের তেমন কিছু হয়নি । এর পরেই বাড়ির লোক যখন চাপ সৃষ্টি করে তখন তারা বলে, এই কথা যেন বাইরে কাউকে বলা না হয় তাহলে বিষয়টা ভালো হবে না, এমনই অভিযোগ সৌভিকের পরিবারের।
advertisement
আরও পড়ুন: রবিবার থেকেই আবার বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভিজবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
পরিবারে আরও দাবি, তাঁরা আহত ছেলেকে দেখতে চাইলে মাকে দেখতে দেওয়া হয়নি। এরপর সৌভিককে ব্যারাকপুরের কল্যাণী হাইরোডের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়, তার পায়ের উপরের অংশে অনেকটাই চামড়া উঠে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। পরিবারে আরও অভিযোগ, তাদের ছেলেকে হাসপাতালে না নিয়ে গিয়ে পায়ে বরফ দেওয়া হয়েছে এতে ক্ষতি হয়। এই ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে আহত ছাত্রের পরিবার।
সেই সঙ্গে পরিবারের আরও দাবি, বারাকপুর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ তাঁদের ডাইরি নেয়নি। অপর দিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, তাঁরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছিলেন।