TRENDING:

ঝোপের মধ্যে ওটা কী? গ্রামের পথে হঠাৎই দেখা গেল সজারু

Last Updated:

প্রাথমিক চিকিৎসার পর তপোবন জঙ্গলে ছাড়া হবে সজারুটিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঝাড়গ্রাম: নিচু পাতিনায় উদ্ধার হলো সজারু ৷ ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত নিচু পাতিনা সংলগ্ন সুবর্ণরেখা নদীর কাছে উদ্ধার হল একটি সজারু ৷ জানা গিয়েছে, শুক্রবার রাতে স্থানীয় কালু বেরা, ঝাঁড়েশ্বর বেরা ও সুকুমার বেরা সুবর্ণরেখা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ৷
advertisement

সেই সময় সজারুটিকে দেখতে পান তাঁরা ৷ সঙ্গে সঙ্গে গ্রামে খবর দেন তাঁরা ৷ গ্রামের মানুষের সহযোগিতায় সজারুটিকে ধরা হয় ৷ এরপর নিচু পাতিনা গ্রামে নিয়ে আসা হয় তাকে ৷ শনিবার সকালে চাঁদাবিলা রেঞ্জ অফিসে খবর দেওয়া হয় ৷ চাঁদাবিলা থেকে রেঞ্জ অফিসার বিশ্বনাথ মুদি কুড়া এসে ওই সজারুটিকে উদ্ধার করে নিয়ে যান ৷ বিশ্বনাথবাবু জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর তপোবন জঙ্গলে ছাড়া হবে সজারুটিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঝোপের মধ্যে ওটা কী? গ্রামের পথে হঠাৎই দেখা গেল সজারু