কালনা থানার নেপাকুলি এলাকায় একটি সোনার দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটারের তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে দোকানে থাকা গয়না ও টাকা নিয়ে চম্পট দেয়। দোকানের পিছনের দিকে ভাঙ্গা সিন্দুক পাওয়া গিয়েছে। দোকান থেকে সিন্দুক বের করে নিয়ে গিয়ে তা ভেঙে গয়না নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিশ। দোকানের মালিক সুজিত নন্দন জানান, দোকানে কিছুর রূপোর গয়না নগদ চার হাজার টাকা ছিল। সেসব নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
advertisement
এলাকার বাসিন্দা দীপক কুমার সান্যাল ভোরে বাজার এলাকায় এসেছিলেন।তিনি জানান, ভোর চারটে নাগাদ আমি আসি। সেই সময় ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ারকে দেখতে পাই। সে জানায়, তাকে বেঁধে রেখে সোনার দোকানে চুরি করেছে দুষ্কৃতীরা।
এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে কালনা থানার পুলিশ তদন্তে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শব্দ পেয়ে সিভিক ভলেন্টিয়ার দোকানের কাছে গিয়েছিল। সেই সময় দুষ্কৃতীরা তার হাত মুখ বেঁধে রেখে দোকানের লুটপাট চালায়।দোকানের মালিক সুজিত নন্দনের বাড়ি কালনা শহরে। তিনি জানান, বাজার থেকেই স্থানীয়রা ফোন করে চুরির খবর জানায়। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। কালনা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিউটিতে থাকা ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কথা বলে দুষ্কৃতীরা কতজন ছিল, তাদের চেহারার বিবরণ সহ যাবতীয় তথ্য জানার চেষ্টা হচ্ছে। তাদের হদিশ পেতে রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
Saradindu Ghosh