TRENDING:

Crime News: পুকুরের জলে ওটা কী ভাসছে! কাছে যেতেই ভয়ে শিউরে উঠলেন এলাকাবাসী, হাড়হিম ঘটনায় আতঙ্ক

Last Updated:

Crime News: সোমবার বিকেল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না তার, অবশেষে উদ্ধার হল নিখোঁজ নাবালকের নিথর দেহ। দেহ পুকুরের জলে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: চাওমিন এগরোলের প্রলোভন দেখিয়ে ডাকা হয়েছিল বাড়ি থেকে। তারপর থেকেই নিখোঁজ ছিল বছর ১২ নাবালক দেব ঘোষ। সোমবার বিকেল থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না তার, অবশেষে উদ্ধার হল নিখোঁজ নাবালকের নিথর দেহ। দেহ পুকুরের জলে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। নিখোঁজ নাবালকের গলার নলিকাটা দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা হুগলির পোলবা।
advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধে থেকে নিখোঁজ ছিল দেব ঘোষ নামে ১২ বছরের এক স্কুল ছাত্র। পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের দিল্লী রোডের পাশে মামার বাড়িতে মায়ের সঙ্গে থাকত ওই বালক। বাড়ি বিপরীতে কলকাতা মুখী দিল্লী রোড। তার পাশে গ্যাস পাইপ লাইনের কাজ করতে আসেন বিহারে কিছু শ্রমিক। সেখানেই অফিস তৈরির কাজ চলছে। শ্রমিকরা টিন ঘিরে ঘর বানিয়ে বসবাস করছিল। বালক ওই শ্রমিকদের ফাইফরমাস খাটত। জল এনে দিত। গতকাল সন্ধেবেলা তাকে চাউমিন এগরোল আনতে দেয় শ্রমিকরা। তারপর আর তার খোঁজ মেলেনি। আজ সকালে বালকের মৃতদেহ কিছুটা দূরে একটি পুকুরে পরে থাকতে দেখা যায়।পুলিশ জানিয়েছে মৃতের গলায় কাটা চিহ্ন আছে।

advertisement

আরও পড়ুন-          মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

বালকের মা মামনি ঘোষের অভিযোগ, তার ছেলেকে গলা কেটে খুন করা হয়েছে। জল তুলে দেওয়ার দুশো টাকা পেত ছেলে আমরা ভেবেছি সেই টাকাই আনতে গেছে। রাতে বাড়ি না ফেরায় খোঁজা শুরু করি। দোষীদের শাস্তি চাই।ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।

advertisement

View More

আরও পড়ুন-         মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

অভিযুক্ত সন্দেহে শ্রমিকদের ঘর ভাঙচুর করা হয়। পোলবা থানার পুলিশ র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পরে ঘটনাস্থলে আসেন হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার।দেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামাবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়।ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

advertisement

অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, সকাল দশটা নাগাদ পুলিশ খবর পায়। বালকের মৃতদেহ ভাসতে দেখা যায়। তারপর ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। পরিবারের সন্দেহ এবং অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। নির্দিষ্ট মামলা দায়ের হবে মৃত্যুর কারণ জানতে পারলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: পুকুরের জলে ওটা কী ভাসছে! কাছে যেতেই ভয়ে শিউরে উঠলেন এলাকাবাসী, হাড়হিম ঘটনায় আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল