রবিবার কালনার কাখুরিয়ায় লাল বাইক আর লাল হেলমেট পরে এক যুবককে যেতে দেখেন সিভিক ভলান্টিয়ার অনির্বাণ ঘোষ। তাঁর কাছে খবর ছিল, কয়েকমাস ধরে কালনায় ঘুরছে চেনম্যান আতঙ্ক। চেন আর লোহার রড নিয়ে মহিলাদের উপর হামলা চালাচ্ছে সে। সিসিটিভি ফুটেজ অনুসারে, সেই আততায়ীর হেলমেট আর বাইকের রং লাল। নাইলনের ব্যাগ দেখে সন্দেহের বশে সিভিক ভলান্টিয়ার ধরে ফেলেন অনির্বাণ। জেরা করতেই বোঝা যায়, এই সেই কীর্তিমান। ধৃতের নাম কামারুজ্জামান সরকার। উদ্ধার হয় বাজারের থলি, লোহার রড ও চেন। পুলিশকে কামারুজ্জামান জানিয়েছে, তাঁর অপারেশন শুরু ২০১৮-র অক্টোবর থেকে।
advertisement
আগে ভাঙা লোহা, টিন বিক্রি করত কামারুজ্জামান। তাই এলাকা ছিল হাতের মুঠোয়। খুনের আগে কামারুজ্জামান রীতিমত রেইকি করে নিত। পালিশ করা জুতো, পরিষ্কার শার্ট পরে ধোপদুরস্ত হয়ে বেরোত সে। কোনও মহিলা বাড়িতে একা রয়েছেন কি না তা জেনে নিত চেনম্যান৷ এরপর বিদ্যুৎ দফতরের কর্মী পরিচয়ে বাড়িতে ঢুকে পড়ত৷ কামারুজ্জামানের সমুদ্রগড়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে গয়না, ক্যামেরা-সহ বিভিন্ন লুঠের সামগ্রী।