স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে আম পারা নিয়ে দুই নাবালকের মধ্যে প্রথমে ঝামেলা শুরু হয়। আর সেই সাধারণ ঝামেলা থেকে নাবালকের দুই পরিবারের মধ্যে গণ্ডগোলের রূপ নেয়। আচমকাই বছর ৩৩-এর বসির মণ্ডলের উপর চড়াও হয় ওই এলাকারই বছর ২৭-এর রজীবুল মণ্ডল।মাথায় ও ঘাড়ে এলোপাথাড়ি আঘাতে ও আছাড় মারায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বসির মণ্ডল।সঙ্গে সঙ্গে পরিবার এবং স্থানীয়রা মিলে বশির মণ্ডলকে হাবরা হাসপাতালে নিয়ে যায়। শারীরিক অবস্থার অবনতি হলে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বারাসাত হাসপাতালে বসির মন্ডলের মৃত্যু হয়।
advertisement
ইতিমধ্যেই অভিযুক্ত রজীবুল মণ্ডলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে গোবরডাঙ্গা থানায়।গোটা ঘটনার তদন্তে গোবরডাঙ্গা থানার পুলিশ। তবে মৃত বশির মণ্ডলের বাড়ি এবং অভিযুক্ত রজিবুলের বাড়ি একই এলাকায় হওয়ায় কোনওরকম ভাবে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই এলাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট।
সাধারণ আম পারা নিয়ে এলাকার এক বন্ধুর হাতে আরেক বন্ধুর এভাবে মৃত্যু হবে কেউ যেন মেনে নিতে পারছেন না৷ গোটা এলাকা জুড়ে তৈরি হয়েছে শোকের পরিবেশ।তবে ঘটনার পর থেকে অভিযুক্ত রজিবুল পলাতক ।তবে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন।
জিয়াউল আলম