TRENDING:

কাশী ডাকাতের হাত ধরে শুরু কালী পুজো আজও সমান জনপ্রিয়

Last Updated:

কাশী ডাকাতের হাত ধরে শুরু করা পুজো আজও সমান জনপ্রিয় হেতমপুরের বাউড়িপাড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: প্রায় আড়াইশো বছরের পুরনো বীরভূমের হেতমপুরের বাউড়িপাড়ার কাশীকালীর পুজো। কাশী ডাকাতের হাত ধরে পুজোর সূচনা হয়েছিল। পুরনো সেই ঐতিহ্য আজও বজায় রয়েছে।
advertisement

কথিত আছে, কালী মায়ের পুজো সেরে ডাকাতিতে বেরোত কালী ডাকাত। সেখান থেকেই পুজোর নাম কাশীকালীর পুজো। শুধু বীরভূম নয়, কাশীর ভয়ে কাঁপত সুদূর বিহারও। তবে লুঠ করা সামগ্রী গরিব-দুঃখীর মধ্যে বিলিয়ে দিত কাশী। একবার ডাকাতি করে পুলিশের হাতে ধরাও পড়েছিল। কিন্তু জেল ভেঙে পালাতে খুব সময় লাগেনি কাশীর। তৎকালীন হেতমপুরের রাজার সঙ্গেও সখ্যতা ছিল তার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

কাশী ডাকাতের হাত ধরে শুরু করা পুজো আজও সমান জনপ্রিয় হেতমপুরের বাউড়িপাড়ায়। কাশী ডাকাতের প্রতাপ ছিল প্রায় আড়াইশো বছর আগে। কিন্তু তার প্রভাব রয়ে গিয়েছে এখনও।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাশী ডাকাতের হাত ধরে শুরু কালী পুজো আজও সমান জনপ্রিয়