বহিরগাছির বাসিন্দা পশুপ্রেমী সুচিত্রা বিশ্বাস বাড়িতে কুকুর, বিড়াল-সহ বিভিন্ন পশু পালন করেন। এছাড়াও পথ কুকুরদের দেখাশোনা করেন তিনি। অভিযোগ দিন দশেক আগে একটি পথ কুকুর তার বাড়িতে বাচ্চা প্রসব করে। প্রতিবেশী একটি শিশু তার বাড়িতে এলে ওই কুকুরটি শিশুটিকে কামড়ে দেয় বলে অভিযোগ। এরপরই শিশুর পরিবার তাঁর বাড়িতে চড়াও হয়।
advertisement
আরও পড়ুন: 'আমি এখনও বেঁচে আছি!' নিজেকে জীবিত প্রমান করতে নথি নিয়ে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধ
সেই সময় কুকুরগুলোকে মারধর করার পাশাপাশি তাদেরকে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ। অভিযোগ রবিবার অভিযুক্ত ব্যক্তিরা মুরগির চামড়া ও নাড়িভুঁড়ির সঙ্গে বিষ মিশিয়ে কুকুরগুলোকে খেতে দেয়। এর ফলে ১৩টি কুকুরের মৃত্যু হয়। প্রতিবেশিরা এলাকার বিভিন্ন জায়গায় কুকুরের মৃতদেহগুলো দেখতে পান। এরপর তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তদন্তের পর ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Samir Rudra