বছরের পর বছর এই পঞ্চায়েত শাসক দলের দখলে রয়েছে। এবার সেই পঞ্চায়েতের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন একদল তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নিজেদের ইচ্ছে মতো তালিকা প্রকাশ করেছেন, যাদের পাকা বাড়ি আছে তাঁদের নামই আবার আবাস তালিকায় এসেছে কিন্তু যাদের বাড়ি নেই, তাঁদের নাম নেই তালিকায়।
advertisement
এই অভিযোগ তুলেই কার্যত বিক্ষোভ দেখান ওই সমস্ত এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। মূলত তাদের অভিযোগ আমরা স্বচ্ছতার সাথে প্রকৃত গরিব মানুষ যাদের কুঁড়েঘরে বসবাস করে এবং বাসস্থান নেই মাটির বাড়ি আছে। সেই সমস্ত লোকেদের চিহ্নিত করে তাদেরকেই এই আবাস যোজনা তালিকায় নাম দেয়া হোক। এটাই আমাদের মূল দাবি। এটা নিয়েই আমাদের বিক্ষোভ কর্মসূচি।
Suman Saha