TRENDING:

South 24 Parganas News: আবাস যোজনায় কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েতের সামনে

Last Updated:

রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় আবাস যোজনা তালিকায় নাম নিয়ে দুর্নীতির অভিযোগে বিভিন্ন পঞ্চায়েত বিক্ষোভ দেখা যাচ্ছে। সরকারি নিয়মে আশা কর্মীদের নিযুক্ত করা হয়েছে তালিকা নাম দেখে প্রকৃত গরিব মানুষ যাতে ঘর পায় সেই ব্যাপারে বলা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাসন্তীঃ রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় আবাস যোজনা তালিকায় নাম নিয়ে দুর্নীতির অভিযোগে বিভিন্ন পঞ্চায়েত বিক্ষোভ দেখা যাচ্ছে। সরকারি নিয়মে আশা কর্মীদের নিযুক্ত করা হয়েছে তালিকা নাম দেখে প্রকৃত গরিব মানুষ যাতে ঘর পায় সেই ব্যাপারে বলা হয়েছে। আবার সেই আশা কর্মীরা গ্রামে গেলে তাদেরকে প্রায়ই সময় বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে। এবার খোদ শাসক দল আবাস যোজনায় কারচুপির অভিযোগ তুলে এবার বিক্ষোভ দেখাল। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের চুনাখালি গ্রাম পঞ্চায়েতের সামনে।
advertisement

বছরের পর বছর এই পঞ্চায়েত শাসক দলের দখলে রয়েছে। এবার সেই পঞ্চায়েতের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন একদল তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নিজেদের ইচ্ছে মতো তালিকা প্রকাশ করেছেন, যাদের পাকা বাড়ি আছে তাঁদের নামই আবার আবাস তালিকায় এসেছে কিন্তু যাদের বাড়ি নেই, তাঁদের নাম নেই তালিকায়।

advertisement

এই অভিযোগ তুলেই কার্যত বিক্ষোভ দেখান ওই সমস্ত এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। মূলত তাদের অভিযোগ আমরা স্বচ্ছতার সাথে প্রকৃত গরিব মানুষ যাদের কুঁড়েঘরে বসবাস করে এবং বাসস্থান নেই মাটির বাড়ি আছে। সেই সমস্ত লোকেদের চিহ্নিত করে তাদেরকেই এই আবাস যোজনা তালিকায় নাম দেয়া হোক। এটাই আমাদের মূল দাবি। এটা নিয়েই আমাদের বিক্ষোভ কর্মসূচি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আবাস যোজনায় কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ পঞ্চায়েতের সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল