TRENDING:

TMC candidate murder: মগরাহাটে বাড়ির কাছেই কুপিয়ে গুলি করে খুন তৃণমূলের জয়ী প্রার্থীকে! গুলিবিদ্ধ প্রতিবেশীকেও

Last Updated:

অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাজাহান মোল্লা। ঘটনার পর রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে আসেন এসডিপিও মিতুন দে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আনিসউদ্দিন মোল্লা, মগরাহাট: পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ হতে চলল৷ কিন্তু এখনও রাজ্যে হিংসায় লাগাম নেই৷ এবার দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটে গুলি করে, কুপিয়ে খুন করা হল তৃণমূলের এক জয়ী প্রার্থীকে৷ নিহত ওই তৃণমূল প্রার্থীর নাম মৈমুর ঘরামি৷ তাঁকে বাঁচাতে এসে গুলিবিদ্ধ হন শাজাহান মোল্লা নামে তা্ঁর এক প্রতিবেশীও৷
বাড়ির কাছেই খুন হন তৃণমূলের জয়ী প্রার্থী মৈমুর ঘরামি৷
বাড়ির কাছেই খুন হন তৃণমূলের জয়ী প্রার্থী মৈমুর ঘরামি৷
advertisement

শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী ঘোরামি। বাড়ি ফেরার পথে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে গুলি করে এলোপাথাড়ি কোপায় তখনই তাকে বাঁচাতে আসেন প্রতিবেশী শাজাহান মোল্লা তাকেও দুষ্কৃতীরা গুলি করে। এরপর এই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই চিকিৎসকেরা মৈমূর ঘোরামিকে মৃত বলে জানায়।

advertisement

অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাজাহান মোল্লা। ঘটনার পর রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে আসেন এসডিপিও মিতুন দে। তিনি জানান, মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন মৈমুর ঘোরামি।

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে সম্প্রতি ওই তৃণমূল নেতার গন্ডগোল হয়েছিল৷ তারই জেরে এই হত্যাকাণ্ড কি না, খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি এই খুনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
TMC candidate murder: মগরাহাটে বাড়ির কাছেই কুপিয়ে গুলি করে খুন তৃণমূলের জয়ী প্রার্থীকে! গুলিবিদ্ধ প্রতিবেশীকেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল