শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী ঘোরামি। বাড়ি ফেরার পথে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে গুলি করে এলোপাথাড়ি কোপায় তখনই তাকে বাঁচাতে আসেন প্রতিবেশী শাজাহান মোল্লা তাকেও দুষ্কৃতীরা গুলি করে। এরপর এই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে নিয়ে এলে সেখানেই চিকিৎসকেরা মৈমূর ঘোরামিকে মৃত বলে জানায়।
advertisement
অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাজাহান মোল্লা। ঘটনার পর রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে আসেন এসডিপিও মিতুন দে। তিনি জানান, মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন মৈমুর ঘোরামি।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে সম্প্রতি ওই তৃণমূল নেতার গন্ডগোল হয়েছিল৷ তারই জেরে এই হত্যাকাণ্ড কি না, খতিয়ে দেখছে পুলিশ৷ পাশাপাশি এই খুনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷