মহাশিবরাত্রি উপলক্ষে কেশবেশ্বর শিব মন্দির ইতিমধ্যেই সেজে উঠেছে। মন্দিরের সামনে টাঙানো হয়েছে শামিয়ানা। মন্দির চত্বরে বসেছে ফলের বাজার। স্নানের ঘাটটিও সাজিয়ে তোলা হয়েছে। বর্তমানে জমিদারি প্রথা না থাকায় সমস্তটাই দেখভাল করে মন্দিরের দায়িত্বে থাকা ট্রাস্ট।
আরও পড়ুন: মালদহ মেডিকেলে ২৪ ঘণ্টা গ্রিন করিডর! লক্ষ্য ব্রেন স্ট্রোকের রোগীকে বাঁচানো
advertisement
এই মন্দিরের স্থাপত্যশৈলী দক্ষিণ ২৪ পরগণার অন্যান্য মন্দিরের থেকে অনেকটাই আলাদা। প্রায় ৭০ ফুট উচ্চতার এই মন্দিরের উপরে রয়েছে ত্রিশুলযুক্ত কলস। ত্রিখিলান প্রবেশপথ ও অলিন্দ এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য। যা অন্যান্য মন্দিরের সঙ্গে এই মন্দিরকে আলাদা করেছে।
কথিত আছে, স্বপ্নাদেশ পেয়ে প্রায় সাড়ে তিনশো বছর আগে এলাকার জমিদার কেশব রায় চৌধুরী এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের শিবলিঙ্গ আনা হয়েছিল কাশী থেকে। এলাকায় এই কেশবেশ্বর শিব মন্দিরের খ্যাতি বিপুল। শিবরাত্রি উপলক্ষে হাজার হাজার পুণ্যার্থী সেখানে আসবেন। তাঁদের কথা ভেবে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকেও সমস্তরকম পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। পুণ্যার্থীদের সুবিধার্থে মন্দিরের সামনেই তৈরি করা হয়েছে একটি অতিথি নিবাস। যার ফলে খুশি সকলেই।
নবাব মল্লিক