TRENDING:

Panchayat Election 2023: ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি! গণনাকেন্দ্রে আটকে আরাবুল ইসলাম! ভয়ে কাঁপছেন!

Last Updated:

Panchayat Election 2023: ভয়াবহ অবস্থা ভাঙড়ে! বোমাবাজিতে কাঁপছে গোটা এলাকা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাঙড়: ভয়ের ভাঙড়ে ভোটের দিনেও চলে অবাধ সন্ত্রাস। ভোটের দিনেও চলে গুলি। গুলিবিদ্ধ হন ২ আইএসএফ সমর্থক। অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয় ভাঙড়ের চকমরিচা গ্রামে। পুকুরের অন্য পাড়ে ঝোপের আড়াল থেকে পরপর চালানো হয় গুলি। তাতেই গুলিবিদ্ধ হন ২ জন। ভোট পেরোলেও ভাঙড় রয়েছে ভাঙড়েই। সন্ত্রাসের চিহ্ন এখনও স্পষ্ট এলাকায়। ভোট গণনার রাতে ফের অশান্ত ভাঙড়।
advertisement

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বার বার অশান্ত হয়েছে ভাঙড়। গণনার রাতেও কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। ব্যাপক বোমাবাজির অভিযোগ ভাঙড়ে। অভিযোগ, ভাঙড়ের কাঠালিয়ায় গণনাকেন্দ্রের অদূরেই বোমাবাজি শুরু করেছে একদল দুষ্কৃতী। মুড়ি মুরকির মতো বোমা ফাটছে বলে অভিযোগ। পরিস্থিতি এমন যে, গণনাকেন্দ্রের ভিতরেই আটকে রয়েছেন আরাবুল ইসলাম। মঙ্গলবার রাত বাড়তেই নতুন করে উত্তপ্ত হয় ভাঙড়ের বেশ কিছু এলাকায়। শুধু কাঠালিয়াতেই নয় শানপুকুরের চণ্ডীহাট গ্রাম ও চালতাবেড়িয়া এলাকাতেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কর্মী ও সমর্থকদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। অভিযোগের তীর আইএসএফের দিকে।

advertisement

আরও পড়ুন:  মেট্রোয় নেচে ভাইরাল শাহরুখ! ‘ডর’-এর সঙ্গে কী মিল রয়েছে ‘জওয়ান’-এর জানেন! ফাঁস করলেন কিং খান!

উল্লেখ্য, এর আগে পঞ্চায়েতের মনোনয়নের সময়েও দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়। আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ ঘিরে তুলকালাম কাণ্ড বেঁধে গিয়েছিল। বোমাবাজি, রক্তারক্তি, গুলি, মৃত্যু… সবই হয়ে গিয়েছে মনোনয়ন পর্বে। দুই পক্ষের সংঘর্ষে তৃণমূল ও আইএসএফ উভয় পক্ষেরই রক্ত ঝরেছিল, মৃত্যু হয়েছিল। তারপর থেকেই বার বার চাপা উত্তেজনার পরিস্থিতি ছিল ভাঙড়ে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে ছুটে গিয়েছিলেন সেখানে। এলাকাবাসীদের সঙ্গে কথা বলেছেন। শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন।

advertisement

আরও পড়ুন:  তৃণমূল থেকে জয়ী বোন! আনন্দে বাজনা আনতে গেলেন দাদা! কী থেকে কী হয়ে গেল! ভয়াবহ

আরও পড়ুন:

কিন্তু তারপর যে এলাকা পুরোপুরি শান্ত হয়নি, আজকের ঘটনা ফের সেটাই বুঝিয়ে দিল।আজও আইএসএফের মিছিল থেকে তৃণমূল সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক তৃণমূল সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে খবর। চণ্ডীহাট গ্রামের বেশ কয়েকজন তৃণমূল সমর্থকের বাড়িতেও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে,রাতের অন্ধকারে কংগ্রেসের জয়ী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ঘটনা। কাকদ্বীপের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের ৭১ নম্বর বুথে ঘটেছে এই ঘটনা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়।

advertisement

Suman Saha

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Panchayat Election 2023: ভাঙড়ে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি! গণনাকেন্দ্রে আটকে আরাবুল ইসলাম! ভয়ে কাঁপছেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল