গঙ্গাসাগরে তীর্থযাত্রীদের পাশাপাশি গণপরিবহনের সঙ্গে যুক্ত মানুষদের টিকা করনও প্রায় শেষ বলে প্রশাসন সূত্রে খবর। জেলা প্রশাসনের পক্ষ থেকে কোভিড বিধি মানার জন্য কপিলমুনি মন্দির এর সামনে প্রচারের পাশাপাশি কড়া নজরদারি চালানো হচ্ছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন ভাষায় মাস্ক ও শারীরিক দূরত্বও বিধি মেনে চলার হোডিং টাঙিয়েছে ব্লক প্রশাসন। মাস্ক ছাড়া গঙ্গাসাগর মেলায় যাতে কেউ প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষ নজর দেয়া হয়েছে। আট নম্বর লট জেটিঘাট, কচুবেড়িয়া ঘাট থেকে মেলার বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল। পুণ্যার্থীদের জন্য রাখা হচ্ছে থার্মাল চেকিংয়ের ব্যবস্থা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত গণপরিবহনের সঙ্গে যুক্ত থাকা ভেসেল , বাস, অটো গুলিতে স্যানিটাইজ করার কাজ চালানো হচ্ছে।
advertisement
গঙ্গাসাগর মেলায় সংক্রমণ রুখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ই স্নান ও ড্রোনের মাধ্যমে স্নানের ব্যবস্থা রাখা হয়েছে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ জুড়ে প্রায় কয়েক হাজার ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। আদালত শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে। মেলায় সুরক্ষা বিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা তার জন্য গঠন করা হয়েছে বিশেষ কমিটি। সুষ্ঠুভাবে যাতে মেলা সম্পন্ন হয় এবং সংক্রমণ যাতে না ঘটে সেদিকেই এখন বিশেষ নজর প্রশাসনের।