TRENDING:

South 24 Parganas: মাতৃশোক ভুলে অন্যদের সচেতন করছেন বলাই

Last Updated:

গলায় মাতৃদায়ের কাছা, সাধারণকে সচেতন করতে করজোড়ে মাস্ক হাতে ক্যানিংয়ের রাজপথে বলাই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্র নারায়ন রায়, দক্ষিণ ২৪ পরগণা: সদ্য প্রয়াত হয়েছেন মা, সেই মাতৃদায়ের কাছা ঝুলছে গলায়৷ এমনই এক ব্যাক্তিকে রাজপথে দেখা গেল করজোড়ে সাধারণ মানুষকে সচেতন করতে। পাশাপাশি মাস্কহীন অসচেতন মানুষদের হাতে তুলেদিলেন মাস্ক (Mask)। ঘটনার কথা সামনে আসতেই সাধারণ, সচেতন মানুষজন কুর্ণিশ জানিয়েছেন ওই ব্যক্তিকে৷ ঘটনাস্থল ক্যানিং থানার হেড়োভাঙ্গা গ্রাম৷ গ্রামেরই যুবক বলাই চন্দ্র মহান্তী (মিত্র)। তাঁর মাতৃদেবী লক্ষ্মী রাণী মহান্তী বার্ধক্যজনিত কারণে সদ্য প্রয়াত হয়েছেন৷ শোকোস্তব্ধ তাঁর গোটা পরিবার৷ কিন্তু সেই শোক উপেক্ষা করে সাধারণ মানুষের কল্যানে মাস্ক (Mask) হাতে পথে নেমে পড়েন বলাইবাবু৷
ক্যানিংয়ের রাস্তায় সচেতনতা প্রচার বলাইবাবুর
ক্যানিংয়ের রাস্তায় সচেতনতা প্রচার বলাইবাবুর
advertisement

পথচলিত মাস্কহীন সাধারণ মানুষ থেকে শুরু করে, বিভিন্ন যানবাহনে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের কে করোনা (Covid-19) মহামারীর ভয়াবহতা নিয়ে সচেতন করছেন৷ সকাল থেকে বিকাল অবধি এমনই ছবি ধরা পড়েছে ক্যানিংয়ের হেড়োভাঙ্গা বাজার এলাকায়৷ কেন এমন উদ্যোগ? এ প্রসঙ্গে বলাইচন্দ্র মহান্তী (মিত্র) জানিয়েছেন, ‘আমি রাজনীতির সাথে যুক্ত। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাঁদের পাশে থাকার চেষ্টা করেছি৷ বর্তমানে করোনা (Covid-19) মহামারীর বাড়বাড়ন্ত চলছে দ্রুততার সাথে৷ তা স্বত্বেও কিছু কিছু মানুষ মাস্কহীনভাবে যত্রতত্র ঘোরাফেরা করছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়গাঁ হয়ে ভুটান যাওয়া এখন আর‌ও সহজ, সময় লাগবে একেবারে অর্ধেক! আসল 'সিক্রেট' জানুন
আরও দেখুন

এছাড়াও কেউ হাতে, কেউ কানে, থুতনিতে কেউ আবার পকেটে করে মাস্ক নিয়ে রেখেছে। মুখে পরছেন না। এমন পরিস্থিতি চলতে থাকলে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে৷ সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে বলে মনে করি৷ পাশাপাশি এলাকায় যাতে করে করোনা সংক্রমণ না ছড়ায় তারজন্য সচেতন করার উদ্যোগ নিয়েছি৷ আগামী দিনেও এমন সচেতনতার কাজ করে যাব৷ কারণ মৃত্যু বড়ই বেদনাদায়ক। যাতে করে কোন মানুষের করোনা সংক্রম ঘটে মৃত্যু না হয় সেই জন্যই আমার সচেতনতা প্রচার চলতে থাকবে৷' মাতৃশোকে শোকাহত হয়েও সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে যিনি রাজপথে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন তাঁকে প্রশংসা করার মতো কোন ভাষা নেই বলে জানিয়েছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ সচেতন মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas: মাতৃশোক ভুলে অন্যদের সচেতন করছেন বলাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল