পথচলিত মাস্কহীন সাধারণ মানুষ থেকে শুরু করে, বিভিন্ন যানবাহনে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের কে করোনা (Covid-19) মহামারীর ভয়াবহতা নিয়ে সচেতন করছেন৷ সকাল থেকে বিকাল অবধি এমনই ছবি ধরা পড়েছে ক্যানিংয়ের হেড়োভাঙ্গা বাজার এলাকায়৷ কেন এমন উদ্যোগ? এ প্রসঙ্গে বলাইচন্দ্র মহান্তী (মিত্র) জানিয়েছেন, ‘আমি রাজনীতির সাথে যুক্ত। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাঁদের পাশে থাকার চেষ্টা করেছি৷ বর্তমানে করোনা (Covid-19) মহামারীর বাড়বাড়ন্ত চলছে দ্রুততার সাথে৷ তা স্বত্বেও কিছু কিছু মানুষ মাস্কহীনভাবে যত্রতত্র ঘোরাফেরা করছেন।
advertisement
এছাড়াও কেউ হাতে, কেউ কানে, থুতনিতে কেউ আবার পকেটে করে মাস্ক নিয়ে রেখেছে। মুখে পরছেন না। এমন পরিস্থিতি চলতে থাকলে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে৷ সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে বলে মনে করি৷ পাশাপাশি এলাকায় যাতে করে করোনা সংক্রমণ না ছড়ায় তারজন্য সচেতন করার উদ্যোগ নিয়েছি৷ আগামী দিনেও এমন সচেতনতার কাজ করে যাব৷ কারণ মৃত্যু বড়ই বেদনাদায়ক। যাতে করে কোন মানুষের করোনা সংক্রম ঘটে মৃত্যু না হয় সেই জন্যই আমার সচেতনতা প্রচার চলতে থাকবে৷' মাতৃশোকে শোকাহত হয়েও সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে যিনি রাজপথে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন তাঁকে প্রশংসা করার মতো কোন ভাষা নেই বলে জানিয়েছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ সচেতন মানুষজন।
