আনন্দ আহুজার সঙ্গে সোনম ৷ ছবি: সোনম কাপুরের ইনস্টাগ্রাম পেজের সৌজন্য়ে ৷
মুম্বই মিররে’র খবর অনুয়ায়ী জানা যাচ্ছে, আগামী ১১ মে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই কাপল ৷ আর এই বিয়ের অনুষ্ঠান নাকি হতে চলেছে জেনিভায়। আরও খবর কিছুদিন আগেই আনন্দের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সোনম ৷ আর তার পরেই বিয়ের দিনক্ষণ নিয়ে পাকাপাকি ভাবে সিদ্ধান্ত হয় ৷ সোনমের আগামী ছবি 'বীর দি ওয়েডিং'-এর মুক্তির পরেই জেনেভায় এই বিয়ের অনুষ্ঠান হবে।''
ইতিমধ্যেই বিয়ের তোড়জোর শুরু হয়ে গিয়েছে ৷ বিয়েটা হবে হিন্দু রীতি-নীতি মেনেই ৷ সোনমের বিয়ের পোশাক তৈরি করবেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলা ৷ অনিল কাপুর নিজে গিয়ে অতিথিদের আমন্ত্রণ জানাতে ব্যস্ত ৷ এর পাশাপাশি শুরু হয়ে গিয়েছে বিমানের টিকিট বুকিংয়ের কাজ ৷
কিছুদিন আগেই বিয়ে প্রসঙ্গনে সোনম বলেছিলেন, ''বিয়েটা তাঁর কাছে একটা ভীষণ সুন্দর মুহূর্ত যার মাধ্যমে কাছের মানুষটির আরও কাছে আসা যায়। দুই পরিবার এক ছাদের তলায় আসে। এটা সত্যইই একটা দারুণ অনুভূতি।''