আরও পড়ুন: গ্রুপ ডি চাকরির যোগ্যতায় বদল নয়, অষ্টম শ্রেণি পাস করলেই আবেদন, জানালেন মুখ্যমন্ত্রী
স্বামীর মৃ্ত্যুর পর মিশনপল্লিতে নিজেদের বাড়িতেই থাকতেন ৭৬ বছরের অর্চনা কোলে।অভিযোগ, ছোট ছেলের বিয়ের পর থেকে শুরু হয় অশান্তি। ছোট ছেলের নামে বাড়ি লিখে দিতে ক্রমাগত চাপ দেওয়া হত তাঁকে।
আরও পড়ুন: কোচবিহারে পরপর ২ দিনে ২ মেয়ের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য
advertisement
২০১৬ সালে নবদ্বীপ চলে যান অর্চনা। দু’বছর সেখানে থাকার পর কয়েকদিন আগেই বাড়ি ফিরলে ফের শুরু হয় অশান্তি। নানাভাবে তাঁকে অত্যাচার করা হত বলে দাবি বৃদ্ধার। শৌচালয়ের দরজায় তালা থেকে বাজার বন্ধ করে দেওয়া। এমনকি মায়ের গায়ে হাত তুলতেও যায় প্রসেনজিৎ। দেওয়া হত খুনের হুমকিও। এরপরই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্চনা কোলে।
আরও পড়ুন: টেটের জল এবার গড়াচ্ছে সুপ্রিম কোর্টে, অনিশ্চিত লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ