আরও পড়ুন: যাত্রীবাহী বিমানের জানলা ভেঙে আহত ৩ যাত্রী
২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনকে লক্ষ্য করেই বিজেপি এবং আরএসএস রুখতে কংগ্রেসের সঙ্গে জোট গঠনের ইঙ্গিত বারবার দিয়েছেন সীতারাম ইয়েচুরি ৷ কিন্তু এই জোট গঠনের ক্ষেত্রে বরাবরই বিপক্ষে ছিলেন প্রকাশ কারাট ৷ কিন্তু শেষ পর্যন্ত পার্টি কংগ্রেসের সর্ব্বোচ্চ মঞ্চে প্রকাশ কারাটকে টেক্কা দিয়ে কংগ্রেসের সঙ্গে জোট করার রাস্তা তৈরিতে শেষ হাসি হাসলেন সেই সীতারামই ৷ এরপরই সাধারণ সম্পাদক পদে তাঁর ফের মনোনয়ন ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷
advertisement
আরও পড়ুন: কলেজ ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে পুলিশের জালে নৌসেনা অফিসার
তবে, আরএসএস এবং বিজেপিকে পরাস্থ করতে জোট গঠনের ক্ষেত্রে সীতারাম ইঙ্গিত দিয়েছেন ঠিকই ৷ কিন্তু ফ্রন্ট গঠনের ক্ষেত্রে কোনও কথা বলেননি তিনি ৷
এই সম্মেলনেই আরও ৯৫ জনকে সেন্ট্রাল কমিটিতে বিভিন্ন পদের জন্য মনোনীত করেছে কমিউনিস্ট পার্টি ৷ উল্লখ্য, ২০১৫ সালে বিশাখাপত্তনমে ২১ তম পার্টি কংগ্রেসের সম্মেলনে সীতারাম ইয়েচুরিকে সম্পাদক পদে মনোনীত করা হয়েছিল ৷ কিন্তু তাঁর সম্পাদক পদে থাকার সময়ই একাধিক নির্বাচনে গোহারা হেরেছে সিপিএম ৷ কিন্তু তারপরেও সীতারামকেই ভরসা করে ফের তাঁর হাতে তুলে দেওয়া হল সিপিএমের সাধারণ সম্পাদকের দায়িত্ব ৷